ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় তিন চ্যানেল বন্ধে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন

প্রকাশিত: ০০:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ভারতীয় তিন চ্যানেল বন্ধে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলা বন্ধে করা রিট খারিজ করে দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে একটি আবেদন করা হয়েছে সুপ্রীমকোর্টে। রিটকারীর আইনজীবী এ্যাডভোকেট এখলাস উদ্দিন আবেদনটি করেছেন। আবেদনে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা স্থগিত চাওয়া হয়েছে। সুপ্রীমকোর্ট যেদিন রিটটি খারিজ করে দিয়েছিলেন সেদিনই রিটকারীর আইনজীবী বলেছিলেন, দেশের স্বার্থে ও বিদেশি সংস্কৃতির আগ্রাসন বন্ধে রিট আবেদনটি করেছিলাম। আদালত আমাদের রিট খারিজ করে দিয়েছেন। এতে আমরা সংক্ষুব্ধ। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে (আপীল) যাবো।
×