ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসএসসি

গজারিয়ায় পরীক্ষা শুরুর সোয়া ঘণ্টা পর পাল্টানো হলো প্রশ্ন!

প্রকাশিত: ০৮:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭

গজারিয়ায় পরীক্ষা শুরুর সোয়া ঘণ্টা পর পাল্টানো হলো প্রশ্ন!

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ২০১৬ সালের প্রশ্নপত্র দিয়ে গজারিয়ার একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর প্রায় সোয়া ঘণ্টা পর বিষয়টি ধরা পড়লে উক্ত প্রশ্নপত্র বদল করে ২০১৭ সালের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। কিন্তু এর জন্য তাদের কোন অতিরিক্ত সময় দেয়া হয়নি বলে জানা গেছে। এতে আগামীতে শিক্ষার্থীদের ফল বিপর্যয় দেখা দেবার আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে অভিভাবক-শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ছয় জন পরীক্ষার্থীকে ২০১৬ সালের পুরাতন প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া শুরু করার প্রায় সোয়া ঘণ্টা পর ২০১৭ সালের নতুন প্রশ্নপত্র দিয়ে পুনরায় পরীক্ষা নেবার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বাণিজ্য বিভাগের ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছয়জন নিয়মিত পরীক্ষার্থী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে সৃজনশীল অংশের পরীক্ষার সময় ১০৩ কক্ষে ২০১৬ সালের পুরাতন সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন বিতরণের প্রায় সোয়া ঘণ্টা পর পরীক্ষার্থীরা বুঝতে পারে পুরাতন প্রশ্নের উত্তর লিখছে তারা। ওই সময়ে একেক জনের তিন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর লেখা শেষ। পরে তড়িঘড়ি করে তাদের ছয়জনকে ২০১৭ সালের সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হয়। এরই মধ্যে ছয় শিক্ষার্থীর মূল্যবান ঘণ্টাধিক সময় চলে যায় প-শ্রমে। রবিবার আলাপ হয় ভুক্তভোগীদের সঙ্গে, তারা অভিযোগ করেন আমরা সৃজনশীল প্রশ্নপত্রের তিন/চারটি প্রশ্নের উত্তর দেয়ার পর বুঝতে পারি ভুল প্রশ্নে পরীক্ষা দেয়ার বিষয়টি। কক্ষে দায়িত্বরত শিক্ষকদের বলার পর আমাদের প্রশ্ন ও উত্তরপত্র ফিরিয়ে নিয়ে আমাদের ২০১৭ সালের নতুন প্রশ্ন ও নতুন উত্তরপত্র দেয়া হয়। এর মধ্যে চলে যায় প্রায় সোয়া ঘণ্টা। আমরা নষ্ট হয়ে যাওয়া সময়ের বদলে দশ মিনিট অতিরিক্ত সময় দাবি করেও সাড়া পাইনি কর্তৃপক্ষের।
×