ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতার স্ত্রীসহ দুই নারীর আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৮:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগ নেতার স্ত্রীসহ দুই নারীর আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচর ও রামপুরায় এক আওয়ামী লীগ নেতার স্ত্রীসহ দুই নারী আত্মহত্যা করেছেন। পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এছাড়া বংশাল ও শ্যামপুরে আগুনে ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছে। বনানীতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোল্লার স্ত্রী মাকছুদা বেগমের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরের দিকে পুলিশ স্থানীয় চাঁন মসজিদ এলাকার আওয়ামী লীগ নেতার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যালের মর্গে পাঠায় পুলিশ। কামরাঙ্গীরচর থানার ওসি শাহিন ফকির জনকণ্ঠকে জানান, শনিবার রাত একটার দিকে ফেরদৌস মোল্লার সংবাদের ভিত্তিতে তার স্ত্রী মাকসুদার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। মাকসুদার দুই ছেলে ও দুই মেয়ের জননী। শনিবার গভীররাতে রামপুরায় মেয়ের বাসায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। পুলিশ মহানগর প্রোজেক্টের ৫ নম্বর রোডের সি ব্লকের ৮০ নম্বর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ॥ শাহবাগে বাস ধাক্কায় মনসুর আলী (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার ভাই। শাহবাগ থানার এসআই অনিল কুমার জানান, দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পার্কিং গেটের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস মনসুর ও তার ভাইকে ধাক্কা দেয়। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনসুরকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, পকেটে থাকা পরিচয়পত্র থেকে মনসুরের নাম জানা গেছে। গভীররাতে উত্তরায় বাস ধাক্কায় তারা মিয়া (৪৫) নামে এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে। বিমানবন্দর থানার এএসআই হাকিম উদ্দিন জানান, রাত সাড়ে বারোটার দিকে উত্তরা ১ নম্বর সেক্টর সেন্ট্রাল হাসপাতালের সামনে তারা মিয়া তার সহযোগীদের নিয়ে ঠেলাগাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে তারা মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দগ্ধ ৬ ॥ বংশাল ও শ্যামপুরে আগুনে ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ছয় জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হচ্ছেন- জুতার কারখানার মালিক মোরসালিন (২১), কর্মচারী আব্দুল হাদিস (১৯), সোহেল (২০) ও আজিজ (১৫); শাকিল আহমেদ (২৫) ও আশরাফ আলী (৫০)। তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, শাকিলের ৬০ শতাংশ ও আশরাফের ৪২ শতাংশ পুড়ে গেছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি চারজন আশঙ্কামুক্ত। রবিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ॥ বনানীতে সজিব (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী থানার এসআই রফিজ উদ্দিন জানান, রবিবার দুপুরে মহাখালী দক্ষিণপাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়। তবে কী কারণে গুলির ঘটনা ঘটেছে তা তিনি জানাতে পারেননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই রফিজ উদ্দিন। রাজধানীতে আওয়ামী লীগ নেতার স্ত্রী ॥ রামপুরায় এক নারী গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্মী রূপালী (১৭) রামপুরা বনশ্রীর ৭ নম্বর রোডের জহিরুল ইসলামের বাসায় কাজ করত। জহিরুলের ছেলে তানজিরুল ইসলাম জানান, বারান্দায় খেলার সময় গ্রিলের সঙ্গে রূপালীর গলায় ওড়না পেঁচিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রূপালীর মরদেহ মর্গে রাখা হয়েছে।
×