ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেপরোয়া বাস কেড়ে নিল দুটি প্রাণ

প্রকাশিত: ০৮:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭

বেপরোয়া বাস কেড়ে নিল দুটি প্রাণ

স্টাফ রিপোর্টার ॥ শাহবাগে বেপরোয়া বাসের ধাক্কায় মনসুর আলী (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার ভাই। শাহবাগ থানার এসআই অনিল কুমার জানান, দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পার্কিং গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস মনসুর ও তার ভাইকে ধাক্কা দেয়। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনসুরকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, পকেটে থাকা পরিচয়পত্র থেকে মনসুরের পরিচয় জানা গেছে। মনসুরের আহত ভাইকে পরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শনিবার গভীররাতে উত্তরায় বাসের ধাক্কায় তারা মিয়া (৪৫) নামে এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে। বিমানবন্দর থানার এএসআই হাকিম উদ্দিন জানান, রাত সাড়ে বারোটার দিকে উত্তরা ১ নম্বর সেক্টর সেন্ট্রাল হাসপাতালের সামনে তারা মিয়া তার সহযোগীদের নিয়ে ঠেলাগাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস ঠেলাগাড়িকে ধাক্কা দিলে তারা মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×