ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রকাশিত: ০৫:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০১৭

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১। হিসাব তথ্যের বহিঃব্যবহারকারী কে? ক) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খ) বিনিয়োগকারী গ) শ্রমিক সংঘ ঘ) হিসাব কর্মকর্তা ২। প্রতিটি লেনদেনের কয়টি পক্ষ নির্ধারণ করা যায়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৬টি ৩। হিসাব বিজ্ঞান কী? ক) একটি তথ্য ব্যবস্থা খ) একটি আর্থিক ব্যবস্থা গ) একটি গাণিতিক পদ্ধতি ঘ) একটি তাত্ত্বিক পদ্ধতি ৪। হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক কার্যাবলি হলো- র) লেনদেন চিহ্নিতকরণ রর) ফলাফল চিহ্নিতকরণ ররর) গাণিতিক মূল্যায়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫। হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো- র) আর্থিক ফলাফল নির্ণয় রর) আর্থিক অবস্থা নিরুপণ ররর) অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬। নিচের কোনটি অনগদ লেনদেন? ক) স্থায়ী সম্পত্তির অবলোপন খ) অনাদায়ী পাওনা পুনরুদ্ধার গ) অগ্রিম সেবা আয় ঘ) অগ্রিম খরচ ৭। কোনটি হিসাব সমীকরণ? ক) খ) গ) ঘ) ৮। কে চালান প্রস্তুত করেন? ক) মালিক খ) দেনাদার গ) বিক্রেতা ঘ) ক্রেতা ৯। কারবারে মালিকানাস্বত্ব প্রভাবিত হয়- র) মালিকের বিনিয়োগ দ্বারা রর) ব্যবসায়ের আয়-ব্যয় দ্বারা ররর) ব্যবসায়ের গ্রন্থস্বত্ব দ্বারা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ১০। মি. এর নিকট থেকে ঋণ নেওয়া হলে- র) সম্পত্তি বৃদ্ধি পায় রর) সম্পত্তি হ্রাস পায় ররর) ররর) দায় বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ১২। ‘বিলম্বিত বিজ্ঞাপন’ কোন ধরনের হিসাব? ক) দায় খ) সম্পত্তি গ) আয় ঘ) মালিকানা স্বত্ব ১৩। অস্পর্শনীয় সম্পদ কোনটি? ক) ভূমি খ) বেতন গ) মনিহারি ঘ) ট্রেডমার্ক ১৪। আধুনিক পদ্ধতিতে ‘উত্তোলন কোন জাতীয় হিসাব? ক) আয় খ) ব্যয় গ) মালিকানা স্বত্ব ঘ) সম্পত্তি ১৫। জনাব আলমের দায় ও স্বত্বাধিকার যথাক্রমে ৮,০০০ টাকা ও ৭,০০০ টাকা হলে, সম্পত্তির পরিমাণ কত? ক) ১,০০০ টাকা খ) ৭,০০০ টাকা গ) ৮,০০০ টাকা ঘ) ১৫,০০০ টাকা উত্তর ঃ ১-গ, ২-ক, ৩-ক, ৪-খ, ৫-ঘ, ৬-ক, ৭-ক, ৮-গ, ৯-ঘ, ১০-খ, ১১-ঘ, ১২-খ, ১৩-ঘ, ১৪-গ, ১৫-ঘ
×