ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেতু ভেঙ্গে নদীতে ট্রাক

প্রকাশিত: ০৫:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সেতু ভেঙ্গে নদীতে ট্রাক

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ মেলান্দহ উপজেলার মাদারগঞ্জ সড়কে দাঁতভাঙ্গা নদীর ওপর ইস্পাত তৈরি সেতু ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকটির পেছনে থাকা দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। রবিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলাগামী শাহসিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-উ ১১-২৫৯০) সেতুটির ওপর ওঠার পরই বিকট শব্দে ভেঙ্গে পড়ে। এ সময় ট্রাকটির পেছনে থাকা দুই মোটরসাইকেল আরোহী আসাদ সরকার ও জহুরুল সরকার আহত হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। জামালপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার শরিফুল আলম জানান, ঝুঁকিপূর্ণ এই সেতুটির ওপর দিয়ে ৫ টন ওজনের বেশি যানবাহন চলাচল নিষেধ ছিল। কিন্তু সিমেন্ট বোঝাই এই ট্রাকটির ওজন ৩০ টন হওয়ায় এটি ভেঙ্গে পড়েছে। সেতুটি চলাচলের উপযোগী করতে অন্তত ১ থেকে ২ সপ্তাহ সময় লাগবে। তবে বিকল্প পথে যান চলাচলের জন্য একটি রাস্তা তৈরি কাজ শুরু হবে বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দা মজিবর রহমান ও আসাদুজ্জামান জানান, ২০১৩ সালের ১৭ নবেম্বর লবণ বোঝাই ১৬ টন ওজনের ট্রাক সেতুটি অতিক্রম করার সময় এটি আরও একবার ভেঙ্গে পড়েছিল। তারা এই নদীর ওপর স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি জানান। মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম বলেন, সেতুটির দুই পাশে পাঁচ টনের অধিক ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা সম্বলিত সাইন বোর্ড দেয়া সত্ত্বেও চালক তা অমান্য করায় এ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে মাদারগঞ্জ উপজেলার সঙ্গে জামালপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুটির দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। সেতু ভাঙ্গার খবর পেয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল, ফুলকোচা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবুসহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
×