ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত এক হাজার ৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ লাইন অপসারণ করেছে। এসময় এলাকাবাসী বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শংকর কুমার বিশ^াসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। তিতাস গ্যাসের গাজীপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌ. ছাব্বের আহমেদ চৌধুরী ও পুলিশ জানায়, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ পাইপ লাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল থেকে সিটি কর্পোরেশনের বোর্ডবাজার গাছা এলাকার চারটি স্পটে তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিমিটেডের জোনাল বিপণন অফিসের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে তিনশ’টি বাড়ির ১০৫০টি অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের পাইপ লাইনের সংযোগস্থলসহ ১১৬০ মিটার পাইপ অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার নারীরা সংঘবদ্ধ হয়ে বাধা দেয়ার চেষ্টা করে। এসময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস ও তিতাসের মহাব্যবস্থাপক প্রকৌ. এস এম আব্দুল ওয়াদুদ পুলিশের সহায়তায় আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
×