ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেভানডোস্কির গোলে রক্ষা বেয়ার্নের

প্রকাশিত: ০৫:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

লেভানডোস্কির গোলে রক্ষা বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বুন্দেসলিগায় দুর্দান্ত সময় যাচ্ছে হার্থা বার্লিনের। ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আছে তারা পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এরচেয়ে বড় বিষয় হচ্ছে শনিবার রাতে এককভাবে শীর্ষে থাকা বেয়ার্ন মিউনিখকে রুখে দিয়েছে তারা। তবে জয়টাই প্রাপ্য ছিল হার্থার। এগিয়ে ছিল ১-০ গোলে। কিন্তু নিশ্চিত জয়টা ছিনিয়ে নিয়েছেন বেয়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। একেবারে শেষ সময়ে তার করা গোলে ১-১ ড্র নিয়ে সম্মান বাঁচিয়েছে বাভারিয়ানরা। হার্থা কোচ পল ডারডি অবশ্য বর্ধিত সময় ৬ মিনিট করাকে দারুণ দুষেছেন। নিজেদের ড্রয়ের জন্য এতটা বেশি সময় বাড়ানোর কড়া সমালোচনা করেছেন তিনি। প্রথমার্ধেই হার্থাকে এগিয়ে দিয়েছিলেন ভেদাদ ইবিসেভিচ। ম্যাচের ৯৫ মিনিট পর্যন্ত জয়টা একেবারে নিশ্চিতও হয়ে গিয়েছিল হার্থার। কিন্তু এদিন সাইড বেঞ্চ থেকে বদলি হিসেবে নামা ২৮ বছর বয়সী লেভানডোস্কি তাদের জয়ের আনন্দ করতে দেননি। ৯৫.৫৯ মিনিটে তিনি গোল করে বুন্দেসলিগার নতুন ইতিহাস গড়েন। ২০০৪-০৫ মৌসুমের পর আর কেউ এত পরে গোল করেননি বুন্দেসলিগায়। আর সে কারণে ১-১ গোলে ড্র নিয়ে যেন উল্টো পরাজয়ের মর্মবেদনায় মাঠ ছেড়েছে হার্থা। এ গোলটি ছিল লেভানডোস্কির চলতি মৌসুমে লীগে ১৬তম গোল। আর সবমিলিয়ে তিনি চলমান মৌসুমে বাভারিয়ানদের হয়ে ২৫তম গোলটি করলেন। বরুশিয়া ডর্টমুন্ডের পিয়েরে এমেরিক অবামেয়াং শুধু এগিয়ে আছেন এ পোলিশ স্ট্রাইকারের চেয়ে। হার্থার কোচ ডারডি দারুণ রুষ্ট হয়েছেন ৬ মিনিট বর্ধিত সময় দেয়াতে।
×