ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা আন্তঃবিভাগ বক্সিং আজ শেষ

প্রকাশিত: ০৫:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা আন্তঃবিভাগ বক্সিং আজ শেষ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় রবিবার শুরু হয়েছে ‘ওয়ালটন ঢাকা আন্তঃবিভাগ বক্সিং প্রতিযোগিতা-২০১৭’। পল্টনস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দুইদিনব্যাপী এই আসরের আজ শেষদিন। এই আসরে পুরুষ বিভাগে ৭টি ও মহিলা বিভাগে ৫টি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নেয়া বক্সারদের বয়সসীমা ১২-১৬ বছর। রবিবার সকালে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এ্যাডিশনাল ডিরেক্টর (সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম) নিয়ামুল হক ও স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশন সাধারণ সম্পাদক এম.এ কুদ্দস খান, ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ প্রমুখ।
×