ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ক্রিকেট লীগ ॥ ফ্লপ ইমরুল, তুষারের শতক

প্রকাশিত: ০৫:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ ক্রিকেট লীগ ॥ ফ্লপ ইমরুল, তুষারের শতক

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ইমরুলকে নিয়ে একটু সংশয় আছে।’ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যখন একথা বলেছেন, তখনই বোঝা গেছে শ্রীলঙ্কা সফরে ইমরুল কায়েসকে দলে রাখা হচ্ছে না। আবার রবিবার শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে খেলতে নেমে ব্যাট হাতেও ফ্লপ হয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে না থাকার সম্ভাবনা তাই বেড়েই গেল। ইমরুল ফ্লপ হলেও তুষার ইমরান (১২৭*) ও শাহরিয়ার নাফীস (৫০*) দুর্দান্ত ব্যাটিং করছেন। এ দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের নৈপুণ্যে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে প্রথমদিনে ২৯২ রান করে মজবুত অবস্থান তৈরি করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। আরেক ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে খুব ভাল অবস্থানে নেই ওয়ালটন মধ্যাঞ্চল। শিরোপা রেসে টিকে থাকতে হলে ম্যাচটিতে জিততে হবে মধ্যাঞ্চলকে। এমন ম্যাচে এসেও আবু জায়েদ রাহির দুর্দান্ত বোলিংয়ে প্রথমদিনেই ৭ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে মধ্যাঞ্চল। বিসিএলের এ রাউন্ডটিতে শিরোপার কাছাকাছি যাওয়ার কিংবা শিরোপা স্বপ্ন জিইয়ে রাখার লড়াই করছে দলগুলো। আরেকদিকে ইমরুল কায়েস ও পেসাররা নিজেদের মেলে ধরার চেষ্টা করছেন। নান্নু বলেছেন, ‘ফিজিও-ডাক্তার যে রিপোর্ট দিয়েছে, তাতে কত দ্রুত সে সেরে উঠবে, তা বলা মুশকিল। বিসিএলে ওর ম্যাচ আছে। শুধু ব্যাটিং করলেই হবে না। ওর ফিল্ডিংটাও দেখতে হবে। সিøপে দাঁড়িয়ে থাকলেও চলবে না। ফিল্ডিংয়ের সময় তাকে রানিং এবং বল থ্রো করতে হবে। পুরোপুরি ফিটনেস ফিরে পেতে বিসিএলে অন্তত ইমরুলকে দু’টি ম্যাচ খেলতে হবে। হায়দরাবাদের অভিজ্ঞতা থেকে এই বিষয়কে আমরা একটু গুরুত্ব দিচ্ছি।’ শ্রীলঙ্কা সফরে তাহলে ইমরুল যে টেস্ট দলে কোনভাবেই থাকছেন না, তা বোঝাই যাচ্ছে। তবে প্রথম টেস্টে না থাকলেও বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলে ছন্দ ফিরে পাওয়ার পর পঞ্চম রাউন্ডে খেলে ছন্দ পুরোপুরি পেলে, ফিট হলেই তো ইমরুল দ্বিতীয় টেস্টে থাকতে পারেন। সেটি সময়ই বলবে। আপাতত ইমরুলের না থাকার সম্ভাবনাই বেশি জেগে উঠেছে। প্রথম ইনিংসে তার কাছ থেকে ৩১ রানের বেশি মিলেনি। তবে বিকেএসপিতে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৩৪ রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণাঞ্চল। তুষার ও শাহরিয়ারের চতুর্থ উইকেটে ১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দক্ষিণাঞ্চল দুর্দান্তভাবে এগিয়ে চলেছে। তুষার ২৩৪ বল খেলে ১৪ চার ও ২ ছক্কায় ১২৭ রান করে ব্যাট করছেন। আর শাহরিয়ার ১২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫০ রান করে ব্যাট করছেন। দুইজনই আজ দ্বিতীয়দিনে ব্যাটিংয়ে নামবেন। ব্যাটিংয়ে ইমরুল আর পেসারদের মধ্যে রুবেল হোসেন, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশীষ রায়কে ঝালাই করে নিতে চেয়েছে নির্বাচকরা। তাতে ইমরুলের সঙ্গে উত্তরাঞ্চলের শফিউল (১০ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট) ও শুভাশীষ রায় (১৬ ওভারে ৫৭ রান) দুইজনই ফ্লপ হয়েছেন। দক্ষিণাঞ্চলের রুবেল ও মধ্যাঞ্চলের রাব্বি এখনও বল হাতে নিতে পারেননি। ফতুল্লায় পূর্বাঞ্চলের আবু জায়েদ রাহির (৪/৫২) বোলিং তোপে পড়েছে মধ্যাঞ্চল। নুরুল হাসান সোহান (৬৫) শুধু মধ্যাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে অর্ধশতক করতে পেরেছেন। বাকিরা ব্যর্থ হওয়ায় প্রথমদিনে ২১০ রান করতেই ৭ উইকেট হারিয়ে বসে মধ্যাঞ্চল। দিন শেষ হওয়ার আগে মোশাররফ হোসেন রুবেল (২১*) ও মোহাম্মদ শরীফের (১১*) ব্যাটিংয়ে ২৩২ রান করতে পারে মধ্যাঞ্চল। আজ মোশাররফ ও শরীফ মধ্যাঞ্চলকে এগিয়ে নিতে নামবেন। স্কোর ॥ চতুর্থ রাউন্ড-প্রথমদিন শেষে দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ২৯২/৩; ৯০ ওভার (বিজয় ৩৯, সৌম্য ২৬, ইমরুল ৩১, তুষার ১২৭*, শাহরিয়ার ৫০*; সানজামুল ১/৮৯)। মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ২৩২/৭; ৮৬ ওভার (সাইফ ১৭, মজিদ ১, মেহরাব জুনিয়র ৫, মার্শাল ৩৭, শুভাগত ৪৬, তাইবুল ১৬, সোহান ৬৫, মোশাররফ ২১*, শরীফ ১১*; রাহি ৪/৫২)।
×