ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়াকওভারের ছড়াছড়ি রোল বল বিশ্বকাপে

প্রকাশিত: ০৫:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ওয়াকওভারের ছড়াছড়ি রোল বল বিশ্বকাপে

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় চলমান রোল বল বিশ্বকাপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ। রবিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশ পুরুষ বিভাগে ‘ডি’ গ্রুপে শীর্ষ দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের নারী দলের বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে বাংলাদেশ নারী দলও দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। তবে অনেকটাই অচেনা এই বিশ্বকাপে অব্যবস্থাপনার যেন রেকর্ড হচ্ছে। রবিবার পুুরুষ ও নারী মিলিয়ে ৩৩টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে ৪টি পুরুষ আর ৪টি নারী দল ওয়াকওভার পেয়েছে। বলা হচ্ছে ৪০ দলের বিশ্বকাপ। কিন্তু শেষ পর্যন্ত কতটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন জেগেছে। আর মিডিয়া হাউসগুলোতে রোল বলের যে সংবাদ পাঠান হচ্ছে সেখানেও ভুলেভরা। রবিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ মায়ানমারকে ১১-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ পুরুষ দল। এই জয়ে শেষ ষোলোর পাশাপাশি গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। ম্যাচে বাংলাদেশের হৃদয় ৩টি, দিপ্র আর ইন্তেসার ১টি করে, আরাফাত, সাগর ও ওয়াটলার ২টি করে গোল করেছেন। দ্বিতীয় ম্যাচ শুরু হবার কথা ছিল সকাল সাড়ে ১০টায়, কিন্তু ভিয়েতনাম না আসায় জাম্বিয়া পুরুষ দল ওয়াকওভার পেয়ে যায়। এছাড়া মিরপুরে দুপুর ১২টার ম্যাচে ফিলিপাইন নারী দল উপস্থিত না থাকায় নেপাল ওয়াকওভার পেয়ে যায়। সকালেই জানা যায় ফিলিপাইন নারী দল বিকেলে বাংলাদেশ নারী দলের বিপক্ষে খেলছে না। বিশ্ব রোল বল ফেডারেশনের অফিসিয়াল তথ্য ভা-ারে বাংলাদেশ নারী দলের ওয়াকওভারের তথ্য সকালেই প্রচার হয়ে যায়। তাই বাংলাদেশ নারী দল দ্বিতীয় ম্যাচে মাঠে না নেমেই পয়েন্ট পেয়ে যায় ওয়াকওভারের কারণে। মিরপুরে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল ৯-৪ গোলে আইভরিকোস্টকে হারিয়ে দ্বিতীয় পর্বে নিজেদের নাম যুক্ত করেছে এবং শীর্ষস্থানও দখলে রেখেছে। শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে দিনের প্রথম ম্যাচে বেলারুশ ৫-১ গোলের ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট জমা করে শেষ ষোলোতে উঠেছে। সকালে উরুগুয়ে নারী দল না আসায় ওয়াকওভার পেয়েছে বেনিন নারী দল। অপর ম্যাচে এই ভেন্যুতে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-২ গোলে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছে ডেনমার্কের নারী দল। আরেক ম্যাচে উগান্ডা নারী দল ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপে দলকে। হ্যান্ডবল স্টেডিয়ামে তুর্কি পুরুষ দল ০-২ গোলে হেরেছে সৌদি আরবের কাছে। এই ভেন্যুতে লাটভিয়া পুরুষ দল অনুপস্থিত তাই ওয়াকওভার পেয়েছে উগান্ডা দল। কেনিয়া ৫-৩ গোলে ডেনমার্কের পুরুষ দলকে হারিয়েছে। ‘বি’ গ্রুপের শীর্ষ দল আর্জেন্টিনা পুরুষ দল ৪-১ গোলে উগান্ডাকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে।
×