ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি ॥ ‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন ক্রমে ছড়িয়ে পড়েছে জেলার সর্বত্র। রবিবার দিনব্যাপী কুমিল্লা জেলা শহরসহ বিভিন্ন উপজেলা পর্যায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এরই মধ্যে কুমিল্লা নামে বিভাগের দাবিতে দেশের গ-ি পেরিয়ে প্রবাসেও পালিত হচ্ছে প্রতিবাদী কর্মসূচী। ধীরে ধীরে কঠোর আন্দোলনে রূপান্তরিত হচ্ছে জনতার দাবি। তাদের মতে ‘ময়নামতি’ জেলার বুড়িচং উপজেলার একটি ইউনিয়নের নাম, তাই কুমিল্লার হাজারো বছরের ইতিহাস-ঐতিহ্যকে মøান করে একটি ইউনিয়নের নামে বিভাগ হবে- এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। রবিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে কুমিল্লা নাগরিক ফোরাম। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কামরুল আহসান বাবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অধ্যক্ষ শফিকুর রহমান, আবুল কাশেম হৃদয়, এটিএম হুমায়ুন কবীর, মাহমুদুল হক পিটারসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-কুমিল্লা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা, মহানগর ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতি, ইস্টার্ন ইয়াকুব প্লাজা ব্যবসায়ী সংগঠন, কুমিল্লা যুব ফোরাম, দেবীদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে দেবীদ্বার প্রেসক্লাব, সচেতন কুমিল্লাবাসী, কুমিল্লার সচেতন ছাত্রসমাজ, আমরা কুমিল্লার সন্তান, সোনালী অতীত ক্লাব ছাড়াও জেলা সদর ও বিভিন্ন উপজেলার সদরসহ বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীসহ প্রায় অর্ধশত সংগঠনের উদ্যোগে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে কর্মসূচী পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের বাড়িটি অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে প্রতিবাদী জনতা। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
×