ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুনারত্নের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

গুনারত্নের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টি২০’র মতো দ্বিতীয়টিতেও নাটকীয় জয় পেল শ্রীলঙ্কা। অসেলা গুনারতেœর অবিশ্বাস্য ব্যাটিংয়ের ওপর ভর করে লঙ্কানরা এবার স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারাল ২ উইকেটে। ভিক্টোরিয়ার সাউথ জিলংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রানে অলআউট হয় এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। জবাবে ৯২ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কার শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান, শেষ বলে ২। স্ট্রাইকিং এন্ডে গুনারতেœ হতাশ করেননি। এ্যান্ড্রু টাইকে চার মেরে মনে রাখার মতো এক জয় এনে দিয়েছেন, সঙ্গে ২-০তে সিরিজ। ওয়ানডে-টি২০তে শেষ বলে চার-ছক্কা অস্বাভাবিক নয়। তবে টানা দুটি ম্যাচে এভাবে শেষ বলে ম্যাচ বের করে নেয়া ব্যতিক্রমই বলতে হবে। কৃতিত্বের পুরোটা ওই গুনারতেœর। টেলএন্ডারদের নিয়ে অপরাজিত ৮৪ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনিই। এ্যাডিলেডে তৃতীয় ও শেষ টি২০ বুধবার। ৯২ রানে ষষ্ঠ ও ১১৯ রানে সপ্তম উইকেট হারানোর পর সফরকারী লঙ্কানদের হারটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ঊনিশতম ওভারে রং বদলে যায়। আগের তিন ওভারে মাত্র ১৬ রান দেয়া ময়েসিস হেনরিকস বোলিংয়ে আসেন। প্রথম বল ডট। শ্রীলঙ্কার জয়ের সমীকরণ ১১ বলে ৩৬। দ্বিতীয় বলটা কাভার দিয়ে উড়িয়ে গুনারতেœ যে তা ব শুরু করেন, সেটি ছক্কার হ্যাটট্রিকে পূর্ণতা পায় স্কয়ার লেগ দিয়ে। পঞ্চম বলটা আবারও ডট, শেষ বলে আবারও কাভার অঞ্চল দিয়ে চার। এক ওভারেই ২২ রান তুলে হঠাৎ করেই ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। এ্যান্ড্রু টাইয়ের শেষ ওভারের প্রথম বলে নুয়ান কুলাসেকারা আউট হয়ে উত্তেজনার উত্তাপ বাড়িয়েছিলেন, তাতে পানি ঢালেন গুনারতেœ। প্রথমে চার, তৃতীয় বলেই ছক্কা। এরপর ৩ বলে ৪ রানের সহজ সমীকরণটা গুনারতেœ মেলাতে পারবেন, সেটা অন্তত কেউ বিশ্বাস করত না। তাই হয়েছে, শেষ বলের চারে নায়ক হয়েই মাঠ ছেড়েছেন ৪৬ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলা গুনারতেœ। চার ৬ ও ছক্কা ৫টি। অথচ একসময় মনে হচ্ছিল, গুনারতেœকে ট্র্যাজিক হিরো হয়েই সান্ত¡না খুঁজতে হবে। ১৭৪ রানের লক্ষ্যে পঞ্চম ওভারেই ৪০ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট নেই। বিপর্যয়ের মাঝে ৩২ বলে ৩২ রান করে তাকে আস্থা দেন চামারা কাপুগেদারা। প্যাট কামিন্সের সেøায়ারে কাপুগেদারা আউট হলে আবারও শঙ্কা তৈরি হয়। ৪৫ বলে চাই ৮২ রান, গুনারতেœ ছাড়া স্বীকৃত কেউ নেই। কিন্তু গুনারতেœ দেখিয়ে দিয়েছেন, ফর্মে থাকলে টি২০তে একজনই যথেষ্ট। তার আগে অস্ট্রেলিয়ার ফাইটিং স্কোরের রূপকার হেনরিকস (৩৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৫৬) রান করেন। স্কোর ॥ অস্ট্রেলিয়া ১৭৩/১০ (২০ ওভার; ক্লিঙ্গার ৪৩, ফিঞ্চ ১২, ডাঙ্ক ৩২, হেনরিকস ৫৬*, হেড ৪, টার্নার ৭, ফকনার ১, পেইন ৭, কামিন্স ৩, টাই ০, রিচার্ডসন ০; মালিঙ্গা ২/৩১, কুলাসেকারা ৪/৩১, সঞ্জয়া ২/৩২, মুনাবিরা ০/২২, গুনারতেœ ১/২৬, প্রসন্ন ১/২৬)। শ্রীলঙ্কা ১৭৬/৮ (২০ ওভার; দিকওয়েলা ১৪, থারাঙ্গা ৪, মুনাবিরা ১০, মেন্ডিস ৫, গুনারতেœ ৮৪*, সিরিবর্ধনে ০, কাপুগেদারা ৩২, প্রসন্ন ৭, কুলাসেকারা ১২, মালিঙ্গা ১*; টার্নার ১/১৫, কামিন্স ১/২৮, ফকনার ২/৩২, রিচার্ডসন ১/২৪, টাই ৩/৩৭, হেনরিকস ০/৩৮)। ফল ॥ শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ অসেলা গুনারতেœ (শ্রীলঙ্কা)। সিরিজ ॥ তিন ম্যাচের টি২০তে শ্রীলঙ্কা ২-০তে এগিয়ে।
×