ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হারে শুরু মোহামেডানেরও

প্রকাশিত: ০৫:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

হারে শুরু মোহামেডানেরও

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামে শুরু হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে স্বাগতিক ক্লাবগুলোর ভরাডুবি অব্যাহত আছে। টুর্নামেন্টের প্রথমদিনে ঢাকা আবাহনীর হারের পর রবিবার হার দিয়ে মিশন শুরু করেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবও। চট্টগ্রামের এমএ আজীজ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের ক্লাব মানাং মার্সিয়াংডির কাছে ২-০ গেলে হেরেছে মোহামেডান। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল দু’টি আদায় করে নেয় নেপালের লীগ চ্যাম্পিয়নরা। মানাংয়ের হয়ে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড আফেজ ওলাওলে ওলাডিপো ও মিডফিল্ডার বিশাল রায়। আগেরদিন ‘এ’ গ্রুপের ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের কাছে ১-০ গোলে হার মানে ঢাকা আবাহনী। ম্যাচের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। প্রথম ৩০ মিনিট উত্তাপ ছড়াতে পারেনি কোন দলই। বলার মতো প্রথম আক্রমণ করে অতিথি মানাং। ৩২ মিনিটে দারুণ একটি আক্রমণ শাণায় তারা। ডানপ্রান্ত থেকে স্যামসন ওলাসেমির জোরালো শট এলিটা বেঞ্জামিনের গায়ে লেগে জালে প্রবেশের মুহূর্তে মোহামেডান গোলরক্ষক মামুন খান ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। তিন মিনিট পর মোহামেডান প্রথম আক্রমণে যায়। তবে সতীর্থের চিপ করে বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেলেও শট নিতে পারেননি অধিনায়ক ও ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। ৪৩ মিনিটে ভাল একটি সুযোগ নষ্ট হয় মোহামেডানের। দাউদা সিসের কাট ব্যাকে মিডফিল্ডার আমিনুর রহমান সজীবের শট সাইডপোস্টে লেগে ফিরে আসে। এরপর দাউদার ফিরতি শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। বিরতির পর নিজেদের গুছিয়ে নিয়ে মাঠে নামে মানাং। ফলও পেতে বিলম্ব হয়নি। ৫৩ মিনিটে দারুণ পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় নেপালের দলটি। রোহিত চাদের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষক মামুনের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান আফেজ ওলাওলে ওলাডিপো (১-০)। পিছিয়ে পড়ার পর গতি হারিয়ে ফেলে গত আসরে সেমিফাইনালে খেলা মোহামেডান। ৬৮ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পায় নেপালের লীগ চ্যাম্পিয়নরা। কিন্তু ওলাডিপোর শট ফিস্ট করে দলকে বিপদমুক্ত করেন মামুন খান। ৭৪ মিনিটে রোহিতের বাড়ানো বলে ওলাডিপোর আরেকটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচ শেষের তিন মিনিট আগে জয় নিশ্চিত করা গোলটি পায় মানাং। ওলাডিপোর বাড়ানো বল কোনাকুনি শটে মোহামেডানের জালে পাঠিয়ে দেন বিশাল রায় (২-০)। শেষ মুহূর্তে দ্বিতীয় গোল হজম করায় ম্যাচে ফেরার সব স্বপ্ন ফিকে হয়ে যায় মোহামেডানের। এই হারে সেমিফাইনালে খেলা কঠিন হয়ে গেল আব্দুল কাইয়ুম সেন্টুর দলের। অন্যদিকে শুভসূচনা করা মানাং শেষ চার নিশ্চিত করে ট্রফির দিকেই দৃষ্টি রাখছে। এমন জানিয়েছেন দলটির কোচ চিরিং লোপসাং।
×