ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেন গলফে জ্যাংয়ের ঝলক

প্রকাশিত: ০৫:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ান ওপেন গলফে জ্যাংয়ের ঝলক

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ার তরুণী জ্যাং হা-না আরেকটি এলপিজিএ ট্যুরের শিরোপা জয় করেছেন। ২৪ বছর বয়সী এ কোরিয়ান নারী রয়্যাল এ্যাডিলেইডে রবিবার ঈগল-বার্ডি দিয়ে সমাপ্তি টানেন মাত্র তিন শটে। জয় করেন অস্ট্রেলিয়ান ওপেন গলফের শিরোপা। এটি জ্যাংয়ের চতুর্থ এলপিজিএ ট্যুর শিরোপা। বিশ্বের ৬ নম্বর র‌্যাঙ্কিংধারী বর্তমানে জ্যাং। এ্যাডিলেইডে রবিবার অস্ট্রেলিয়ান ওপেন গলফের শেষ দিনটা তার কেটেছে দুর্দান্ত। ১৭তম হোলে তিনি ঈগল বার্ডি লাভ করেন। পরের হোলেও বার্ডি পান। ১৩ ও ১৪তম হোলেও বার্ডি লাভ করেছিলেন জ্যাং। তার স্কোর সবমিলিয়ে ২৮২ পারের চেয়ে ১০ শট কম। শেষ পর্যন্ত এভাবেই জ্যাং হারিয়ে দেন ডেনমার্কের নান্না ম্যাডসেনকে। বিশ্বের দুই নম্বর থাইল্যান্ডের আরিয়া জুটানুগার্ন যৌথভাবে তৃতীয় হয়েছেন সবমিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলে। অবশ্য আগেরদিন শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের লিজেট সালাস। কিন্তু রবিবার খুবই বাজে নৈপুণ্য দেখিয়েছেন তিনি এবং শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে হয়েছেন যৌথভাবে সপ্তম। বিশ্বের এক নম্বর নিউজিল্যান্ডের লিডিয়া কো এ টুর্নামেন্টে ছিলেন একেবারেই নিষ্প্রভ। আশ্চর্যজনকভাবে দারুণ বাজে নৈপুণ্য দেখিয়ে তিনি ৪৬তম হয়ে শেষ করেছেন। মাত্র একটা রাউন্ড তিনি পারের চেয়ে কম শট খেলে সমাপ্ত করতে পেরেছেন এবারের এ আসরে। বাকি সবগুলোতেই পারের চেয়ে অন্তত ২ শট বেশি করে খেলেছেন। কোচসহ সার্বিক সবকিছু পরিবর্তন করা লিডিয়া এই প্রথম নেমেছিলেন কোন টুর্নামেন্টে। আর সেখানেই এমন বাজে নৈপুণ্য দেখালেন বিশ্বের এ সেরা মহিলা গলফার। কিন্তু এর মধ্যেও ইতিবাচক বিষয়গুলোর দিকেই দৃষ্টি দিচ্ছেন তিনি। লিডিয়া বলেন, ‘আমি বেশ ভালভাবেই হিট করতে পেরেছি এবং সেটাই বড় বিষয়। গত বছরের পুরোটা সময়ই আমি এটা নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম। এখন অন্তত সেটা কাটিয়ে উঠতে পেরেছি। আত্মবিশ্বাস ফিরে পাওয়া অবশ্যই দারুণ ব্যাপার। এছাড়াও অনেক ইতিবাচক বিষয়ে নিদর্শন ছিল। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই এটা আরও ভাল হবে।’
×