ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ রুমানাদের

প্রকাশিত: ০৫:৩০, ২০ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নটা এবারও পূরণ হলো না বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। একটা বড় ব্যবধানের জয় প্রয়োজন ছিল সুপার সিক্সের শেষ ম্যাচে। আর দিনের আরেক ম্যাচে ভারত মহিলা দলের কাছে বিশাল ব্যবধানে পাকিস্তান মহিলা দল বিধ্বস্ত হওয়ায় শুধু জিততে পারলেও হয়ে যেতে পারতো। কিন্তু উল্টো শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪২ রানে হেরে গেছে রুমানা আহমেদের দল। তাই ২০১১ সালের পর আবারও মহিলা বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। কলম্বোয় প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১৯৭ রানের লড়াকু সংগ্রহ পেয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে শুরু থেকেই বিপর্যয়ে পড়া বাংলাদেশ ২১ ওভারে ৫ উইকেটে ৬৮ রান করার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা হয়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় নিয়ে সেমিফাইনালে ওঠার পাশাপাশি বিশ্বকাপের টিকেট পেয়ে যায় লঙ্কান মেয়েরা। সমীকরণ ছিল দুটাÑ শ্রীলঙ্কার মেয়েদের বড় ব্যবধানে হারাতে হবে এবং ভারতের কাছে পাক মেয়েদের বড় ব্যবধানে হারতে হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে নেট রানরেটের হিসেবে নির্ধারণ হবে বাংলাদেশের ভাগ্য। একটি সমীকরণ বাংলাদেশের পক্ষেই গেছে। ভারতের কাছে ৭ উইকেটে স্বল্প সময়েই বিধ্বস্ত হয়েছে পাক মেয়েরা। তবে স্বাগতিক শ্রীলঙ্কা টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ নৈপুণ্য দেখায় শুরু থেকেই সতর্ক থেকে। উদ্বোধনী জুটিতে ৩৯, দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে দারুণ শুরু পায় তারা। হাসিনি পেরেরা ও চামারি আতাপাত্তু দারুণ ব্যাটিং করেন। হাসিনি ৭২ বলে ৫ চারে ৩২ রান করার পর সাজঘরে ফিরলেও চামারি একাই বাংলাদেশী বোলারদের ওপর দাপট দেখান। তিনি অর্ধশতক হাঁকান। মাত্র ১১৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে চামারি সাজঘরে ফিরলেও ৯ উইকেটে ১৯৭ রানের লড়াকু এক সংগ্রহ পেয়ে যায় শ্রীলঙ্কা। দারুণ বোলিং করে সালমা খাতুন মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে প্রথম বলেই ওপেনার শারমিন সুলতানাকে হারায় বাংলাদেশ। এদিন শায়লা শারমিনের পরিবর্তে ওপেনিংয়ে সুলতানার সঙ্গী ছিলেন নিগার সুলতানা। সেই নিগার দারুণ ব্যাটিং করছিলেন। তিনিও ৫১ বলে ৪ চারে ২৪ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু অপরপ্রান্তে ধস নামে উদেশিকা প্রবোধানি ও ইনোশি প্রিয়দর্শিনীর বোলিং তোপে। মাত্র ৫২ রানেই ৫ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে বাংলাদেশ। শায়লা পাঁচ নম্বরে নেমে ৩২ বলে ৩ চারে ২১ রান করে অপরাজিত ছিলেন। ধুঁকতে থাকা বাংলাদেশ ২১ ওভারে ৫ উইকেটে ৬৮ রান তুলতে সক্ষম হয়। এরপর যেন বৃষ্টিই বাঁচিয়ে দেয় রুমানাদের বড় লজ্জায় পড়ার হাত থেকে। কিন্তু বৃষ্টি আইনে ৪২ রানের পরাজয় দেখতে হয়। বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। ২০১১ সালে প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবারও হয়তো সন্তুষ্টির সেই পঞ্চম স্থান নিয়েই ফিরতে হবে রুমানাদের। স্কোর ॥ শ্রীলঙ্কা মহিলা দল ইনিংস- ১৯৭/৯৮; ৫০ ওভার (চামারি ৮৪, হাসিনি ৩২, হানসিকা ১৯; সালমা ৩/১৮)। বাংলাদেশ মহিলা দল ইনিংস- ৬৮/৫; ২১ ওভার (নিগার ২৪, শায়লা ২১*; প্রবোধানি ২/১৪, প্রিয়দর্শিনী ২/১৬)। ফল ॥ বৃষ্টি আইনে বাংলাদেশ মহিলা দল ৪২ রানে পরাজিত। ম্যাচসেরা ॥ চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা মহিলা দল)।
×