ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এলিয়েন নিয়ে চার্চিলের অপ্রকাশিত প্রবন্ধ

প্রকাশিত: ০৫:২৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭

এলিয়েন নিয়ে চার্চিলের অপ্রকাশিত প্রবন্ধ

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। পুরোদস্তুর রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল জয় করেছিলেন। এবার এলিয়েন নিয়ে লেখা তার একটি অপ্রকাশিত প্রবন্ধ প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে। প্রবন্ধটি ১৯৫০ সালের কোন এক সময় লিখেছিলেন চার্চিল। ধারণা করা হচ্ছে ১১ পাতার এই প্রবন্ধ সংবাদপত্রে ছাপার জন্য লিখেছিলেন তিনি। তবে সেই সময় কেন এটি প্রকাশিত হয়নি সেই ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি। এতদিন গোপন নথি হিসেবে এটি যুক্তরাষ্ট্রের মিসৌরির ফুলটন শহরের ন্যাশনাল চার্চিল যাদুঘরে রক্ষিত ছিল। প্রখ্যাত নেচার জার্নালের সাম্প্রতিক সংস্করণে এই প্রবন্ধ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। প্রবন্ধটির শিরোনাম- আর উই এ্যালোন ইন দ্য ইউনিভার্স। এখানে ভিনগ্রহীদের বিষয়ে বিষদ লিখেছেন চার্চিল। শুধু তাই নয়। এদের সঙ্গে যোগাযোগের উপায়ও বাতলে দিয়েছেন। অবশ্য বর্তমান যুগের অনেক বিজ্ঞানীর গবেষণার এই ভিনগ্রহীদের অস্তিত্বের কথা বলা হচ্ছে। এটি প্রথমে প্রকাশ করেন জাদুঘরটির কিউরেটর টিমোথি রিলে। পরে তিনি এটি ইসরায়েলের প্রখ্যাত জোতি : পদার্থবিজ্ঞানী ও লেখক মারিও লিভিওর কাছে পাঠান। মারিও লিভিও নেচার জার্নালকে বলেন, সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান বিষয়ে চার্চিলের খুব আগ্রহ ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। শুধু তাই নয় প্রখ্যাত তরঙ্গ জোতির্বিদ স্যার বানার্ড লভেলের সঙ্গে প্রায়ই দেখা করতেন চার্চিল। প্রথম বিশ্বযুদ্ধের কারণে বিজ্ঞানীদের অতটা সহায়তা করতে পারেননি তিনি। তবে যুক্তরাজ্যজুড়ে একাধিক বিজ্ঞানাগার প্রতিষ্ঠা, টেলিস্কোপ ও প্রযুক্তির উন্নয়নে নানাভাবে সহায়তা অব্যাহত রাখেন চার্চিল। তার লেখা এই প্রবন্ধকে বড় ধরনের চমক বলে আখ্যা দেন মারিও লিভিও। এই প্রবন্ধে তিনি আরও লিখে যান একদিন মঙ্গল ও শুক্র গ্রহে মানুষ বাস করতে সক্ষম হবে। কারণ এই গ্রহদুটোর মধ্যে মানুষের বাসবাসের যোগ্য পরিবেশ রয়েছে। বর্তমান যুগের অনেক বিজ্ঞানীও একই সম্ভাবনার কথা জানিয়েছে। -টেলিগ্রাফ অবলম্বনে।
×