ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাগেজ জ্যাকেট

প্রকাশিত: ০৫:২৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭

লাগেজ জ্যাকেট

বিমানে ভ্রমণের সময় অনেক সময় লাগেজ বিড়ম্বনার ঘটনা ঘটে। এই লাগেজের জন্য খামোখা অপেক্ষা করা, হারিয়ে যাওয়া ও অতিরিক্ত ভাড়ার ব্যাপারত রয়েছেই। তবে যারা ভ্রমণের সময় লাগেজ বহনের সমস্যা নিয়ে মাথা ঘামান। তাদের জন্য সুখবর রয়েছে। কারণ তাদের জন্য এসে গেছে লাগেজ জ্যাকেট। এই জ্যাকেটে অনায়াসে ৩৩ পাউন্ড মালামাল বহন করা যায়। এই জ্যাকেটের রয়েছে ১৪টি পকেট। দুইটি খুলে রাখা যায় এমন পকেট। এসব পকেটে অনায়াসে বড় সাইজের ক্যামেরা, ল্যাপটপ, দুই জোড়া জুতা, দুইটি ডেনিম প্যান্ট, পাঁচটি টি শার্ট, একটি হাতাওয়ালা উলের জামাসহ অন্যান্য কিছু বহন করা যায়। শুধু তাই নয় এই জ্যাকেটের মধ্যে সদ্যজাত শিশু ও তার খেলনা বহনেরও ব্যবস্থা রয়েছে। ক্লেয়ার ও বেন মার্ফি নামে দুই বিজ্ঞানী এই জ্যাকেট তৈরি করেছেন। এটির দাম ধরা হয়েছে ১৪০ ডলার। আগামী মাস থেকে প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। -ডিজিটাল স্পাই অবলম্বনে।
×