ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্ষণ মামলায় বাদীর সাজা

প্রকাশিত: ০৫:২৭, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ধর্ষণ মামলায় বাদীর সাজা

কোর্ট রিপোর্টার ॥ ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বাদীকে এক বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকার একটি আদালত। রবিবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ দণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে এক মাস বেশি কারাদণ্ড ভোগ করতে হবে বাদীকে। দণ্ডপ্রাপ্তের নাম ফিরোজা বেগম। তার বাড়ি ঢাকা জেলার দোহার থানার পূর্ব লটাখোলা গ্রামে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ফিরোজা বেগম তার চাচাত বোনের জামাই গিয়াসউদ্দিন গোপালসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ২০১২ সালের ১৮ মার্চ মামলা করেন। ওই বছরের ২০ মে আদালতে চার্জশীট দাখিল করে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে গিয়াসউদ্দিন গোপাল বাদী ফিরোজার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা করলে বিচারক এ দণ্ড প্রদান করেন।
×