ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অনিয়ম চলবে না ॥ চীফ হুইপ

প্রকাশিত: ০৫:২৭, ২০ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অনিয়ম চলবে না ॥ চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, ১৯ ফেব্রুয়ারি, বাউফল ॥ স্বচ্ছতার সঙ্গে চলছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম। জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপির উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম চলছে। পৌরসভাসহ ১৫ ইউনিয়নের মোট ৫৩৭ জন আবেদন করেছে। রবিবার পর্যন্ত ধুলিয়া, কেশবপুর, কাছিপাড়া, কালিশুরী, কনকদিয়া ও বাউফল পৌরসভার মোট ৬টি ইউনিয়নের ৪০০ আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে। এ ব্যাপারে চীফ হুইপ ও যাচাই-বাছাই কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে কোন অস্বচ্ছতা বা অনিয়ম মেনে নেয়া হবে না। সঠিকভাবে যাচাই-বাছাই করেই তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকাভুক্ত হওয়ার জন্য যারা আবেদন করেছেন এবং তাদের যারা প্রত্যয়ন করেছেন উভয়কেই ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হয়ে প্রমাণপত্রাদি দাখিল করতে হচ্ছে। সরকারের পক্ষে একজন উপ-সচিব পদ মর্যাদাসম্পন্ন ও ইউএনওসহ দুইজন সম্মুখ যোদ্ধার উপস্থিতিতে প্রকাশ্যে এ বাছাই কার্যক্রম চালানো হচ্ছে।
×