ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিস্তল ও গুলি উদ্ধার রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:২৭, ২০ ফেব্রুয়ারি ২০১৭

পিস্তল ও গুলি উদ্ধার রাজশাহীতে র‌্যাবের  সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাওসার আলী (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ৩টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে র‌্যাবের একটি নিয়মিত টহলদল নগরীর বুধপাড়া এলাকায় টহলে যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী স্থানীয় আমবাগান থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও এ সময় পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এরপর ঘটনাস্থলে কাওসারকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় দুইজন র‌্যাব সদস্যও আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ছোরা ও একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। মেজর আশরাফুল ইসলাম জানান, কাওসারের মোবাইলের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে জানা গেছে, কাওসার চাঁপাইনবাবগঞ্জের একজন সন্ত্রাসী। তার নামে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় চারটি মামলা আছে। এর মধ্যে দুটি হত্যা, একটি হত্যার চেষ্টা এবং অপরটি ডাকাতির। সব মামলারই প্রধান আসামি ছিল কাওসার।
×