ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাকমা ও মারমা ভাষায় ৫০ শিক্ষককে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭

চাকমা ও মারমা ভাষায় ৫০ শিক্ষককে প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ ফেব্রুয়ারি ॥ প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষককে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাকমা ও মারমা ভাষার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশ্যাটিভ ফর সোসিয়াল ডেভেলপমেন্ট (আইএসডির) যৌথভাবে এই প্রথমবারের মতে মাতৃভাষার ওপর প্রশিক্ষণ প্রদান করা হলো। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাঝে নিয়োগপত্র ও সনদ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জেলার ৭টি উপজেলার ৫০ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদ ও নিয়োগপত্র তুলে দেয়া হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলার ১৪, নানিয়ারচর উপজেলায় ৮, বাঘাইছড়ি উপজেলায় ৫, লংগদুতে ৭, বরকলে ৭, কাউখালীতে ৬ এবং জুরাছড়ি উপজেলার ৩ জন। আইএসডির নির্বাহী পরিচালক প্রণব কুমার চাকমার সভাপতিত্বে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেনÑ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, চাকমা ভাষা গবেষক প্রসন্ন কুমার চাকমা প্রমুখ।
×