ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালুকায় বাড়িতে হামলা অগ্নিসংযোগ ॥ আহত ১১

প্রকাশিত: ০৫:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ভালুকায় বাড়িতে হামলা অগ্নিসংযোগ ॥ আহত ১১

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ ১৯ ফেব্রুয়ারি ॥ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে ধামশুর আখালিয়া গ্রামে বসতবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় শিশু ও নারীসহ ১১ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা যায়, ধামশুর মৌজার ১১৩৯ নম্বর দাগে আখালিয়া গ্রামের আব্দুল জব্বার ফকিরের ছেলে রমজান আলী ফকির গংদের সঙ্গে জমি নিয়ে গুলশান স্পিনিং মিলের (প্রস্তাবিত) বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার গভীর রাতে গুলশান স্পিনিং মিলের এজিএম জামির আলী ও উর্ধতন কর্মকর্তা মাসুদুর রহমান চৌধুরীর নেতৃত্বে মাইক্রোবাস নিয়ে দেড় শতাধিক লোক বসতবাড়িতে হামলা চালায়। এ সময় সেলিনা আক্তার, লাভলি আক্তার, দিলারা বেগম, নাছিমা, শেফালী, শেফালীর শিশুকন্যা রাবেয়া, লাকীর শিশুকন্যা তায়েবা, রমজান আলী ফকির, শিহাব ফকির, বাছির ফকির, রোকেয়া আহত হন। আহতদের মাঝে সেলিনা আক্তার, লাভলি আক্তার, দিলারা বেগম, নাছিমা ও শেফালীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা যাওয়ার সময় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। জমির মালিক রমজান আলী ফকির জানান, কম দামে জমি বিক্রি না করায় গুলশান স্পিনিং মিলের এজিএম জামির আলী ও উর্ধতন কর্মকর্তা মাসুদুর রহমান চৌধুরীর নেতৃত্বে আমাদের উচ্ছেদ করার জন্য এ হামলা ও অগ্নিসংযোগ করেছে। এমনকি আমাদের বিরুদ্ধে ২০ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা দিয়ে হয়রানি করছেন। পুলিশের ভয়ে আমারা কয়েকটি পরিবারের কলেজছাত্রসহ ২৫-৩০ নারী- পুরুষ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। এ ঘটনায় জমির মালিক রমজান আলী ফকিরের চাচাতো ভাই বাশান ফকির বাদী হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
×