ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:২৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ জটিল রোগে আক্রান্ত শিশু আবিত হাসান আয়ানের (৪) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার শরীরে বাসা বেঁধেছে হেপাটাইটিস সি ও টনিক আইটিপি। তার শরীরের রক্ত জমাট বেঁধে যায়। এক বছর আগে ধরা পড়ার পর ঢাকা ও কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে আয়ানের। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। শিশুটির চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন মা ফাল্গুনী জামান। যশোর শহরের কাজীপাড়া মানিকতলা এলাকায় তাদের বাড়ি। শিশুটির পিতা রিয়াজুজ্জামান আদর ক্ষুদ্র ব্যবসায়ী। মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারিয়েছেন তিনি। ইলেক্ট্রনিক্স দোকানের আয় থেকে অনেক কষ্টে সংসার চলে। চিকিৎসার ব্যয়ভার চালানো তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জরুরী ভিত্তিতে আয়ানের অপারেশনের জন্য তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য দরকার প্রায় ২০ লাখ টাকা। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া শিশুটির মাতা-পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, শিশু আয়ানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১২-১৩০০৯৫ (বিকাশ)। আর সাহায্য দিন শিশুটির পিতার এই সঞ্চয়ী হিসাবে- রিয়াজ্জুজামান আদর, সঞ্চয়ী হিসাব নং- ৩৪০৫৩০২৩ সোনালী ব্যাংক লিঃ, যশোর শাখা ও আয়ান আহানা লাইট হাউস, চলতি হিসাব নং-৫২৭৬, ইসলামী ব্যাংক লিঃ, যশোর শাখা ও লাবণ্য ইলেকট্রিক, চলতি হিসাব নং-০৩৭২১০১০০০০০২৫৭৫ ইউ.সি.বি.এল ব্যাংক যশোর শাখা। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×