ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাছরাঙায় ‘হোম থিয়েটার’

প্রকাশিত: ০৫:০৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭

মাছরাঙায় ‘হোম থিয়েটার’

সংস্কৃতি ডেস্ক ॥ মাছরাঙা টেলিভিশনে আজ সোমবার থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হোম থিয়েটার’। শাহরিয়ার তাসদিকের রচনা ও খায়রুল পাপনের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, ইরফান সাজ্জাদ, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, নিশা, আবদুল্লাহ রানা, তানজিকা আমিন প্রমুখ। নাটকটি এখন থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ১১ টায় নাটকটি প্রচার হবে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া পরিবারের বিচিত্র গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নাটকে দেখা যাবে, সগীর সাহেবের বাড়িওয়ালা মোতাহার অনেকটা উদার প্রকৃতির লোক। কিন্তু তার স্ত্রী বিষয়টা একদমই পছন্দ করেন না। যার ফলে সারাদিন তাদের ঝগড়া লেগেই থাকে। তাদের বড় মেয়ে বিথী আইন নিয়ে পড়াশোনা করে। সবকিছুতেই আইন প্রয়োগ করা তার অভ্যাস হয়ে গেছে। ছোট মেয়ে তিথির সবসময় পরীক্ষার আগের রাতে জ্বর আসে। অন্যদিকে সগীর সাহেব নিজের বাড়ি ডেভেলপারকে দিয়ে ভাড়া বাসায় উঠেছে। কিন্তু এখানেও তার আচরণ বাড়িওয়ালার মতো। এ নিয়ে বাড়িওয়ালার পরিবারের সঙ্গে প্রতিনিয়ত নানা রকম সমস্যা তৈরি হয়। তার বড় ছেলে আহাদ বিদেশ থেকে পড়াশোনা করে এসে সারাদিন এলাকার সমস্যা সমাধান করে বেড়ায়। ছোট ছেলে রাহাত সারাদিন পড়ে কিন্তু কিছু মনে থাকে না। দুই পরিবারের মানুষদের বিচিত্র কর্মকা- নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
×