ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সার্ব গণহত্যার রায়ের বিরুদ্ধে আপীল করবে বসনিয়া

প্রকাশিত: ০৫:০০, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সার্ব গণহত্যার রায়ের বিরুদ্ধে আপীল করবে বসনিয়া

বসনিয়া আগামী সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ১৯৯০ সালের সার্বিয়ার পরিচালিত গণহত্যার বিষয়ে দেয়া রায় পর্যালোচনা করতে আপীল করবে। বসনিয়ার একজন মুসলিন নেতা শুক্রবার এ কথা ঘোষণা করেছেন। খবর বিবিসির। বসনিয়ার তিন সদস্যের প্রেসিডেন্ট কমিটির অন্যতম সদস্য বাকির ইজেতবেগোভিচ বলেন, এ আপীলটি বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই করা হচ্ছে। বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী ১০ বছর শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। বসনিয়ার সার্ব কর্মকর্তারা এ পদক্ষেপে নতুন রাজনৈতিক সঙ্কট শুরু হবে বলে সতর্ক করেছেন। গত ২০০৭ সালের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গণহত্যায় সরাসরি যুক্ত থাকা থেকে সার্বিয়াকে নিষ্কৃতি দেন। ১৯৯২-’৯৫ সালের বসনিয়া যুদ্ধে আইসিজে মাত্র একটি গণহত্যায় সার্বদের যুক্ত থাকার প্রমাণ পেয়েছে। সেটি হচ্ছে বসনিয়ার সেব্রেনিৎসা শহরে ১৯৯৫ সালে আট হাজারের মতো মুসলমান (বসনিক) পুরুষ ও ছেলেদের সার্ব বাহিনী হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ইউরোপের সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ। আইসিজে আরও রুল জারি করে যে, সার্বিয়া এ ধরনের হত্যাযজ্ঞ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাজটি করেছে। বাজে সিদ্ধান্ত ॥ শুক্রবার ইজেতবেগোভিচ বলেন, বসনিয়া-হারজেগোভিনার আইনী প্রতিনিধি রায়ের বিরুদ্ধে আপীল পেশ করবেন। প্রত্যেকের সত্য জানা উচিত। এমনকি যারা এর বিরোধিতা করে তাদেরও। এটি এমন একটি সত্য, যা আন্তর্জাতিক বিচারক, তাদের অভিজ্ঞতা ও নিরপেক্ষতা দিয়ে লিখে রাখবেন। বসনিয়ান সার্ব কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের প্রেসিডেন্ট কমিটির মতৈক্যের ভিত্তিতে করা হয়নি। বসনিয়ার প্রেসিডেন্ট কমিটিতে একজন সার্ব, একজন ক্রোট ও একজন মুসলমান প্রতিনিধি রয়েছেন।
×