ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাগার যখন বিনোদন কেন্দ্র

প্রকাশিত: ০৪:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭

কারাগার যখন বিনোদন কেন্দ্র

নরওয়ের বাসতোয় দ্বীপে গড়ে তোলা কারাগারটি অনেকটা বিনোদন কেন্দ্রের মতোই। এখানে কয়েদিরা কাঠের তৈরি কটেজে থাকেন। শিথিল নিরাপত্তায় কয়েদিরা স্কি করা, ঘোড়ায় চড়া, টেনিস খেলা, মাছ ধরার মতো সব বিনোদনের সুযোগ পান। তিন বছর আগে মানবিক মূল্যবোধকে সম্মান জানানোর জন্য এ কারাগারটি পুরস্কারও পেয়েছে। দেশটির আরেকটি কারাগার হলডেন প্রিজনে থাকা ২৫২ জন কয়েদির প্রত্যেকের জন্য আছে দামী সব আসবাব, টেলিভিশন ও ফ্রিজ। কয়েদিদের জন্য আছে রেকর্ডিং স্টুডিও। আর কারাগারে সুন্দর পরিবেশ বজায় রাখতে কারারক্ষীরা কোন অস্ত্র সঙ্গে রাখেন না। কয়েদিদের পুনর্বাসনের মাধ্যমে ভাল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয় এ কারাগারে। -নিউইয়র্ক টাইমস
×