ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের কারাগারে ওমর আবদেল রহমানের মৃত্যু

প্রকাশিত: ০৪:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের কারাগারে ওমর আবদেল রহমানের মৃত্যু

বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ষড়যন্ত্রে দণ্ডপ্রাপ্ত কথিত মুসলিম ধর্মীয় নেতা ওমর আবদেল রহমান কারাগারে মারা গেছেন। তিনি ‘অন্ধ শেখ’ নামেই পরিচিত ছিলেন। শনিবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিন কারাগারে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কারাগারের মুখপাত্র গ্রেগ নর্টন জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কারাগারের ফেডারেল মেডিক্যাল সেন্টারে তিনি মারা গেছেন। কারান্তরীণ ওমর ১০ বছর ধরে ডায়াবেটিস এবং করোনারি আর্টারি রোগে ভুগছিলেন। এর আগে ওমরের ছেলে আম্মার জানান, যুক্তরাষ্ট্র থেকে টেলিফোন করে মিসরে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে। মিসরীয় বংশোদ্ভূত ওমর মুসলিম আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ ধূসর শ্মশ্রু, কালো চশমা, আর মাথায় সাদা পাগড়ি পরতেন এই কট্টর মুসলিম নেতা। আশি ও নব্বইয়ের দশকে ধর্ম নিয়ে কট্টর অবস্থানের কারণে তিনি ছিলেন বেশ আলোচিত। মনে করা হয়, তার অনুসারীরাই বিশ্বব্যাপী হত্যা, বোমা হামলার মতো ঘটনায় জড়িত। শৈশবেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারান ওমর আবদেল রহমান, যার জন্ম ১৯৩৮ সালের ৩ মে। ব্রেইল সংস্করণের কোরআন শিক্ষার মধ্য দিয়ে তার বেড়ে ওঠা। নিউইয়র্ক টাইমস সে সময় এক খবরে জানায়, সিআইএ এর সায় পেয়ে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছিল, তিনি আফগানিস্তানে সোভিয়েতবিরোধী মুজাহিদদের সমর্থন যুগিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘মানুষজনকে ইসলামের দাওয়াত দেয়ার বাইরে আমি কোন অপরাধ করিনি।’ কারান্তরীণ থাকলেও মুসলিম মৌলবাদীদের কাছে তার বেশ গ্রহণযোগ্যতা ছিল। -ইন্টারনেট
×