ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াল আইসিবি

প্রকাশিত: ০৪:৫১, ২০ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াল আইসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে বিনিয়োগ বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে অর্থবছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে ১২০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। তবে ডিসেম্বর মাসের পর বিনিয়োগের হার কিছুটা কমেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হাজার কোটি টাকা বিনিয়োগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে আইসিবি ও এর সাবসিডিয়ারিগুলোর বিনিয়োগ প্রায় ৩ হাজার কোটি টাকা। তবে বাজারে উর্ধগতির লাগাম টানতে ডিসেম্বর মাসের পর থেকে কিছুটা বিনিয়োগ কমানো হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর নিট বিনিয়োগ বেড়েছে ১ হাজার ২৫৬ কোটি টাকা। এর মধ্যে শেয়ার ও ডিবেঞ্চারে বেড়েছে ১ হাজার ২৩১ কোটি টাকা, বাংলাদেশ ফান্ডে ২৫ কোটি ও সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে নিট বিনিয়োগ বেড়েছে ৪৫ কোটি টাকা। এদিকে আগের বছরের একই সময়ের তুলনায় গেল অর্ধবার্ষিকে পুঁজিবাজারে আইসিবির সমন্বিত নিট বিনিয়োগ বেড়েছে ৩১৯ কোটি টাকা। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত পুঁজিবাজারে সরকারের বিনিয়োগ অর্থাৎ প্রতিষ্ঠানটির নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৯০ টাকা। আইসিবির আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধ শেষে (৩১ ডিসেম্বর) শেয়ার ও ডিবেঞ্চার, বাংলাদেশ ফান্ড এবং অন্যান্য প্রতিষ্ঠানে আইসিবির সমন্বিত নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৯০ টাকা, যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৯ হাজার ৮৫ কোটি ১৩ লাখ ৯২ হাজার ১৩১ টাকা। ছয় মাসের ব্যবধানে নিট বিনিয়োগ বেড়েছে ১ হাজার ২৫৬ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৫৯ টাকা। এদিকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেয়ার ও ডিবেঞ্চার, বাংলাদেশ ফান্ড এবং অন্যান্য প্রতিষ্ঠানে আইসিবির সমন্বিত বিনিয়োগ ছিল ৯৩৬ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ২৯৪ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ার ও ডিবেঞ্চার, বাংলাদেশ ফান্ড এবং অন্যান্য প্রতিষ্ঠানে আইসিবির সমন্বিত বিনিয়োগ বেড়েছে ৩১৯ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৭৬৫ টাকা। গত ৩১ ডিসেম্বর শেয়ার ও ডিবেঞ্চারে আইসিবির সমন্বিত বিনিয়োগ দাঁড়িয়েছে ৯ হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৯২ হাজার ৯৮৩ টাকা, ছয় মাস আগে যা ছিল ৮ হাজার ৩৩২ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৯২৪ টাকা। অর্থাৎ গেল অর্ধবার্ষিকীতে শেয়ার ও ডিবেঞ্চারে আইসিবি ও তার সাবসিডিয়ারি কোম্পানিগুলোর বিনিয়োগ বেড়েছে ১ হাজার ২৩১ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৫৯ টাকা। অন্যদিকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেয়ার ও ডিবেঞ্চারে আইসিবির সমন্বিত বিনিয়োগ ছিল ৮৮৬ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৩৯০ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ার ও ডিবেঞ্চারে সমন্বিত বিনিয়োগ বেড়েছে ৩৪৪ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৬৬৯ টাকা। বাংলাদেশ ফান্ডে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর আইসিবির সমন্বিত মোট বিনিয়োগ দাঁড়ায় ৭৩০ কোটি ৯৯ লাখ ১১ হাজার ৬৯৮ টাকা, যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৭০৫ কোটি ৯৯ লাখ ১১ হাজার ৬৯৮ টাকা। এর মানে ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ফান্ডে আইসিবির সমন্বিত বিনিয়োগ বেড়েছে ২৫ কোটি টাকা। অন্যদিকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ফান্ডে আইসিবির সমন্বিত বিনিয়োগ ছিল ৪৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে বাংলাদেশ ফান্ডে আইসিবির সমন্বিত বিনিয়োগ কমেছে ২৪ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে, চলতি ২০১৬-১৭ অর্থবছরে আইসিবি পুঁজিবাজারে ২ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে প্রথম ছয় মাসে বেড়েছে ১ হাজার ২৫৬ কোটি টাকা।
×