ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় শুরু হয়েছে বিসিএস ডিজিটাল এক্সপো

প্রকাশিত: ০৪:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭

খুলনায় শুরু হয়েছে বিসিএস ডিজিটাল এক্সপো

অর্থনৈতিক রিপোর্টার ॥ খুলনায় পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে ডিজিটাল প্রযুক্তি পণ্য ও সেবা এবং ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল এক্সপো খুলনা-২০১৭’। রবিবার দুপুরে নগরীর হোটেল টাইগার গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মেলার আহ্বায়ক ও বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদ আকবর টুটুল, খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেলসহ ব্যবসায়ী নেতারা। জানা যায়, তথ্যপ্রযুক্তির দেশী-বিদেশী ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক, সরবরাহকারী ও স্থানীয় ৩২টি প্রতিষ্ঠানের সমন্বয়ে মেলায় ২৫টি স্টল ও ৮টি প্যাভেলিয়ন করা হয়েছে।
×