ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসইউবি ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

প্রকাশিত: ০৪:৪১, ২০ ফেব্রুয়ারি ২০১৭

এসইউবি ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

বাংলাদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে গত শনিবার নিজস্ব ক্যাম্পাসে ‘এসইউবি ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ২০১৭’ নামে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের এক শ’ পাঁচটি দলের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ডঃ এস,এম,এ ফায়েজ। বুয়েটের অধ্যাপক ডঃ মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিচারকদল দায়িত্ব পালন করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে বুয়েট রায়ো, ডিইউ সেন্সরস এবং এনএসইউ কুকিমন্সটার। সেরা সাতটি দলকে সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডাঃ এ, এম, শামীম। তিনি বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান এবং সকল প্রতিযোগীর শুভ ও সুন্দর জীবন কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ এম শাহজাহান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে এ ধরনের প্রতিযোগিতা তৃতীয়বার অনুষ্ঠানের জন্য কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ভূয়সী প্রশংসা করেন। -বিজ্ঞপ্তি
×