ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রুমানাদের

প্রকাশিত: ০০:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রুমানাদের

অনলাইন ডেস্ক ॥ আগের ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপে খেলার স্বপ্নে অনেকটাই গিয়ে হয়ে গিয়েছিল। বিশ্বকাপে জায়গা পেতে আজ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হতো রুমানাদের। পাশাপাশি এগিয়ে থাকতে হতো নেট রানরেটেও। তবে গাণিতিক হিসাবের আর প্রয়োজন হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪২ রানে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। বাছাইপর্বের সুপার সিক্স রাউন্ড শেষে শীর্ষ চার দল হিসেবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আইসিসি চ্যাম্পিয়নশিপে সেরা চারে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কলোম্বোর এনসিসি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে চামারি আতাপাত্তুর ৮৪ রানের সুবাদে ৯ উইকেটে ১৯৭ রান করেছিল শ্রীলঙ্কার মেয়েরা। জবাবে ইনিংসের প্রথম বলেই শারমিন সুলতানাকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। একটা সময় ৫২ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে দল। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৮। তখন বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য সে সময় বাংলাদেশের দরকার ছিল ১১১ রান।
×