ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংসদের আগামী অধিবেশনে সম্প্রচার আইন: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সংসদের আগামী অধিবেশনে সম্প্রচার আইন: তথ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনে সম্প্রচার আইন উত্থাপন করা হবে। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে। এর মাধ্যমে সম্প্রচার কমিশন গঠিত হবে। এই কমিশন আধা বিচারিক শক্তিশালী সংস্থা হবে জানিয়ে তিনি বলেন, সম্প্রচার কমিশন ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে ছাড়পত্র দেওয়ার পাশাপাশি তা বাতিলও করতে পারবে এই কমিশন। সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের জন্য প্রাথমিক কাজ শেষ করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই বোর্ডের প্রধান হিসেবে আইনমন্ত্রীর কাছে একজন বিচারপতির নাম চাওয়া হয়েছে। সেটা হলেই বোর্ড গঠন হবে। এছাড়া এবার ইলেকট্রনিক গণমাধ্যমকে ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী প্রমুখ বক্তব্য দেন।
×