ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথম ঘন্টায় পুঁজিবাজারে ৩৮৭ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ১৯:২১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রথম ঘন্টায় পুঁজিবাজারে ৩৮৭ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৮৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, লঙ্কা বাংলা ফাইনান্স, এএফসি অ্যাগ্রো, সিএমসি কামাল, ইফাদ অটোস, আইডিএলসি, এ্যাপোলো ইস্পাত, ইস্টার্ন হাউজিং, ডরিন পাওয়ার ও ফরচুন সুজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
×