ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুই গ্রুপের মধ্যে মারামারিতে এক যুবক আহত হয়েছে। এছাড়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগে পুলিশের হাতে আটজন আটক হয়েছে। শুক্রবার বারোটার দিকে মিরপুর পীরেরবাগ ছাপড়া মসজিদের সামনে স্থানীয় যুবকদের দুটি গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে মুক্তার হোসেন নামে এক যুবক আহত হয়। সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত মুক্তারের বাড়ি যশোরের শার্শার খাইশাখালী গ্রামে। তার পিতার নাম হাজি আক্কাস আলী। মুক্তার পীরেরবাগ এলাকায় থেকে একটি দোকানে চাকরি করে। এদিকে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরার রি-লাইফ মাদক নিরাময় ক্লিনিক থেকে আনোয়ার আজিম (৩০) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আজিম সেখানে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে বাথরুমে গোসল করতে গিয়ে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগান তিনি। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। এছাড়া কাফরুলের ইব্রাহিমপুরে একটি ওষুধের দোকানের বিরুদ্ধে ভেজাল ওষুধ বিক্রির অভিযোগ এনে আটজন ওই দোকানির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করে। পুলিশ জানায়, আটককৃতরা নিজেদের সাংবাদিক দাবি করেছে। তবে যেসব পত্রিকার নাম বলেছে তা বাজারে পরিচিত নয়। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।
×