ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তাচুক্তি নাও হতে পারে

প্রকাশিত: ০৮:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তাচুক্তি নাও হতে পারে

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ প্রতীক্ষিত ভারত সফরের সময় তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নাও হতে পারে। আগামী এপ্রিলে ভারত সফরে যাবেন শেখ হাসিনা। শুক্রবার ভারতের দৈনিক নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকার আলোচনার টেবিলে না আসার প্রেক্ষিতে এই সফরে তিস্তা চুক্তি নাও হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রতিবেশীই প্রথম’ নীতি অনুসরণ করে ২০১৫ সালে বাংলাদেশ সফর করে দুই দেশের মধ্যে ৪১ বছর পুরনো সীমান্ত সমস্যার সমাধান করেন। তবে মমতা ব্যানার্জীর বাগড়ায় তিস্তা চুক্তি আটকে আছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলে ভারত সফরে আসবেন, তবে সেটি তিস্তা চুক্তি ছাড়াই সম্পন্ন হবে। ’১৫ সালের মোদির বাংলাদেশ সফরের সময় মমতা ব্যানার্জী তার সঙ্গে ছিলেন। তখন তিনি বলেছিলেন, তিস্তা ও ফেনী নদীর পানি ভাগাভাগির ন্যায্য সমাধানের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। কিন্তু সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় সেই ‘আত্মবিশ্বাস’ এখন অতীত। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের গণ্ডগোলের কারণে তাদের আলোচনার টেবিলে নিয়ে আসা যাচ্ছে না। ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন। এ সময় তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের খুঁটিনাটি বিষয় ঠিক করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করবেন। শেখ হাসিনার সফরকালে ভারতের চট্টগ্রাম বন্দর ব্যবহারসহ বারোটিরও বেশি চুক্তি সই হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নয়াদিল্লীতে বাংলাদেশী এক কূটনীতিক বলেন, ভারত ৪১ চুক্তির তালিকা পাঠিয়েছে। গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে সফরটি পেছানোর অনুরোধ জানায় বাংলাদেশ।
×