ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ কামাল ফুটবল

হার দিয়ে শুরু ঢাকা আবাহনীর

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

হার দিয়ে শুরু ঢাকা আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ ফুটবলে শনিবার দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড মুখোমুখি হয় মালদ্বীপের ট্রাস্ট এ্যান্ড কেয়ার (টিসি) স্পোর্টস ক্লাবের। স্থানীয় দর্শকদের হতাশ করে দিয়ে আবাহনী হেরে যায় ০-১ গোলে। সূচনাতেই হেরে হোঁচট খেল তারা। ম্যাচের ১৬ মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে টিসি স্পোর্টসের হাসান বল নিয়ে আবাহনীর বক্সের ভেতর ঢুকে ডান পায়ের গড়ানো ক্রস করেন। তা থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাহিম মাহুদি হুসেইন (১-০)। গোল খেয়ে তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। একের এর এক আক্রমণ শানায়। কিন্তু ফরোয়ার্ডদের উপর্যুপরি ব্যর্থতায় হতাশাই বাড়ে শুধু। দ্বিতীয়ার্ধে একই চিত্র। আবাহনীর আক্রমণ বার বার রুখে দেয় টিসি। তবে টিসি স্পোর্টসও বসে ছিল না। তারাও ব্যবধান বাড়াতে সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু তাদের আক্রমণগুলোও কোনমতে নসাৎ করে দেয় আবাহনীর রক্ষণদুর্গ। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে তিক্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের চ্যাম্পিয়ন আবাহনীকে। আর তিন পয়েন্ট পাওয়ার আনন্দে মাতোয়ারা হয় টিসি স্পোর্টস। লি টাক নেই, নেই সানডে চিজোবাও। শেখ জামাল ধানম-ির নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন ধারে খেলতে এসেও কাজের কাজ কিছুই অর্থাৎ গোল করতে পারেননি। টাক-সানডে... এই দুই বিদেশীর অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’রা। জর্জ কোটানের পরিবর্তে দলের কোচের দায়িত্ব নেয়া ক্রোয়েশিয়ান দ্রাগো মামিচের অভিষেকটা সুখকর হলো না।
×