ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনেকদিন পর ওজনিয়াকি!

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

অনেকদিন পর ওজনিয়াকি!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষ নয় কাতার ওপেনে এবার খেলোয়াড়দের বেশি ভুগিয়েছে বৃষ্টি। যে কারণে একদিনে দুটি করে ম্যাচ খেলতে হয়েছে। শুক্রবারও তার ব্যতিক্রম ছিল না। তবে কঠিন এই কাজ সম্পন্ন করেই ফাইনালে জায়গা করে নিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি এবং ক্যারোলিনা পিসকোভা। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি কোয়ার্টার ফাইনালে শুক্রবার দিনের প্রথম ম্যাচে হারান আমেরিকার লরেন ডেভিসকে। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা মনিকা পুইগকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন তিনি। সেমিফাইনালে ড্যানিশ টেনিস তারকা ওজনিয়াকি ৬-১ এবং ৬-২ সেটে উড়িয়ে দেন পুয়ের্তোরিকোর মনিকা পুইগকে। গত বছরে রিও অলিম্পিকে নজর কাড়া পারফর্মেন্স উপহার দিয়ে প্রথমবারের মতো টেনিস দুনিয়ার আলোচনায় উঠে আসেন মনিকা পুইগ। পুয়ের্তোরিকোর প্রথম খেলোয়াড় হিসেবে দেশকে অলিম্পিকের স্বর্ণপদক উপহার দেন তিনি। শুক্রবার তাকে বিদায় করেই কাতার ওপেনের ফাইনালের টিকেট কাটেন ওজনিয়াকি। একইদিনে টানা দুই ম্যাচে জয়। সাবেক নাম্বার ওয়ান তারকার কাছে বিস্ময়করই মনে হলো। তাই তো ম্যাচ শেষে ওজনিয়াকি বলেন, ‘এটা শুনতেই বিস্ময়কর মনে হচ্ছে। তবে আমি যে বুড়ো হয়ে যাচ্ছি সেটাও কিন্তু উপলব্ধি করতে পারছি।’ কারণ এই টুর্নামেন্টে যে দীর্ঘ ছয় বছর পর আবারও ফাইনালে জায়গা করে নিয়েছেন ওজনিয়াকি। তবে দারুণ একটা সপ্তাহ কাটাচ্ছেন ড্যানিশ তারকা, ‘চমৎকারভাবেই কেটে যাচ্ছে সপ্তাহটা। তবে খুব কঠিন আবহাওয়া, সবাইকেই অপেক্ষা করতে হচ্ছে। তবে আমি কিন্তু মোটেই মনোযোগ হারায়নি। বরং কোর্টে নিজের সেরাটাই খেলার চেষ্টা করেছি।’ ফাইনালে ওজনিয়াকির সামনে বাধা ক্যারোলিন পিসকোভা। সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টে নিজেকে মেলে ধরছেন এই চেকপ্রজাতন্ত্রের টেনিস তারকা। দুইবার খেলেছেন ইউএস ওপেনের ফাইনাল। কিন্তু ক্যারোলিনা পিসকোভার কাছে কখনই হারেননি ওজনিয়াকি। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছেন তিনি। সর্বশেষ একে অন্যের মুখোমুখি হয়েছিলেন ২০১৪ সালে। পিসকোভার পারফর্মেন্সের প্রশংসা করে সাবেক নাম্বার ওয়ান তারকা বলেন, ‘সে আসলেই খুব ভাল খেলছে। ভাল সার্ভ করছে। আশা করছি দুর্দান্ত একটি ফাইনাল হবে। তাই আমি কিছুটা রোমাঞ্চিতও।’
×