ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুদের হার বাড়াল ফেডারেল রিজার্ভ

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সুদের হার বাড়াল ফেডারেল রিজার্ভ

এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উল্লেখযোগ্যহারে কর্মসংস্থান সৃষ্টির প্রেক্ষিতে সুদের হার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বাড়াচ্ছে ফেড। ফেডের বৈঠকে এ ঘোষণা দেন চেয়ারপার্সন জেনেট ইয়েলেন। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নতুন সরকার ডোনাল্ড ট্রাম্প আগামী বছর আবারও সুদের হার বাড়ানোর পরিকল্পনা করতে পারে। ফেডের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে তিনি বলেন, ফেডের স্বাধীনতার ওপর যথেষ্ট আস্থা তার রয়েছে এবং প্রেসিডেন্টের উপদেশ নিয়ে ফেড পরিচালনার কোন পরিকল্পনা তার নেই বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এখনও ২ শতাংশের নিচে। -অর্থনৈতিক রিপোর্টার
×