ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএলের চতুর্থ রাউন্ড শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বিসিএলের চতুর্থ রাউন্ড শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তিন রাউন্ড শেষ হয়ে গেছে। আজ শুরু হচ্ছে লীগের চতুর্থ রাউন্ড। এ রাউন্ডে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল মুখোমুখি হবে। বিকেএসপি তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল লড়াই করবে। ম্যাচগুলো সকাল সাড়ে নয়টায় শুরু হবে। বিসিএলে তিন রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় উত্তরাঞ্চল সবার ওপরে আছে। দলটি ১ জয় ও ২ ড্র নিয়ে ১১ পয়েন্ট পেয়েছে। এরপর দ্বিতীয় স্থানে আছে পূর্বাঞ্চল। ১ জয়, ১ হার ও ১ ড্রতে তাদের পয়েন্ট ৯। সমান পয়েন্ট পেয়েছে দক্ষিণাঞ্চলও। তারা ১ জয় ও ২ ড্র নিয়ে এ পয়েন্ট অর্জন করেছে। পয়েন্ট তালিকায় সবার নিচে আছে মধ্যাঞ্চল। দলটি এখন পর্যন্ত জয়হীন রয়েছে। ২ হার ও ১ ড্রতে ৩ পয়েন্ট পেয়েছে। মধ্যাঞ্চলের করুণ অবস্থা। দলটিকে শিরোপা রেসে টিকে থাকতে হলে এ রাউন্ডে জিততে হবে। না হলে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে। কারণ ডাবল লীগ পদ্ধতির এ লীগে চতুর্থ রাউন্ডের পর থাকবে আর দুই রাউন্ড। ষষ্ঠ রাউন্ড শেষে একটি দলের শিরোপা জেতা নিশ্চিত হবে। যদি উত্তরাঞ্চল চতুর্থ রাউন্ডেও জিতে। তাহলে শিরোপা জেতার দৌড়ে এগিয়ে যাবে। সেই দৌড়ে টিকে আছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। চতুর্থ রাউন্ডটি অবশ্য জমে উঠবে। এ রাউন্ডে যে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার খেলবেন। রাউন্ডটি শুরু হওয়ার কথা ছিল শনিবার। কিন্তু একদিন পিছিয়ে আজ শুরু হচ্ছে। তাতে করে জাতীয় দলের ক্রিকেটাররাও খেলবেন। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট শেষে ক্রিকেটাররা ১০ দিনের বিশ্রাম পেলেও কয়েকজন খেলবেন। কারণ সামনে শ্রীলঙ্কা সফর রয়েছে। সেই সফরের দল নির্বাচনে এ রাউন্ডটি বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে ব্যাটিংয়ে ইমরুল কায়েস কতটা ফিট, তা এ রাউন্ডে দেখা হবে। আর বোলিংয়ে পেসারদের মধ্যে রুবেল, শফিউল, রাব্বি ও শুভাশীষের মধ্যে যারাই ভাল করবেন, তাদের শ্রীলঙ্কা সফরের দলে থাকার সুযোগ বেড়ে যাবে। এ রাউন্ডে দক্ষিণাঞ্চলের ইমরুল কায়েস খেলবেন। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন কামরুল ইসলাম রাব্বি। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে খেলবেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন মুমিনুল হক ও লিটন কুমার দাস। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন শফিউল ইসলাম ও শুভাশীষ রায়। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটিতে থাকা মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদকে খেলতে হবে না। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ তো পিএসএলেই খেলছেন। বাকিরা খেলবেন। যারা বিসিএলে খেলছেন না, শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত দলে তাদের থাকা নিশ্চিত। আগে টেস্ট সিরিজ হবে। তাই টেস্ট দলই ঘোষণা করা হবে। দলে মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, সাব্বির, মিরাজ, তাইজুল, তাসকিন থাকছেনই। ইমরুল ভালভাবে ব্যাটিং করতে পারলেই দলে থাকবেন। মুমিনুল হক বিসিএল খেললেও তার টেস্ট দলে থাকা নিশ্চিতই। মুশফিকের বিপরীতে একজন উইকেটরক্ষক প্রয়োজন। তাই লিটন কুমার দাসও থাকবেন। সৌম্যও খেলবেন বিসিএল। তবে শ্রীলঙ্কা সফরেও থাকবেন। মুস্তাফিজুর রহমান যুক্ত হবেন। এখন রুবেল, শফিউল, রাব্বি ও শুভাশীষের মধ্যেই হবে দলে টিকে থাকা আর যুক্ত হওয়ার লড়াই। পেসারদের এ প্রতিযোগিতা হওয়ার সঙ্গে বিসিএলে উত্তাপেরও দেখা মিলতে পারে। আজ শুরু হতে যাওয়া চতুর্থ রাউন্ডে জিতে শিরোপার দৌড়ে এগিয়ে যেতে যে সবদলই চাইবে।
×