ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যেখানে সেখানে কারখানা করলে বিদ্যুত সংযোগ নয়

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

যেখানে সেখানে কারখানা করলে বিদ্যুত সংযোগ নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ যেখানে সেখানে শিল্প-কারখানা স্থাপন করলে বিদ্যুত দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করা হচ্ছে। সেখানে বিদ্যুত ও গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। তবে যেখানে সেখানে শিল্প-কারখানা স্থাপন করলে বিদ্যুত পাবেন না। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১২তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রফতানিকারক সমিতি বিপিজিএমইএ। বর্তমান সরকার পরিবেশবান্ধব আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে জানিয়ে বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে বর্জ্য পরিশোধনের কথা ভাবতে হবে। সব দায়িত্ব সরকারের নয়। কিভাবে নিজেরাই বর্জ্য পরিশোধন করবেন- সে পরিকল্পনা আপনাদেরই করতে হবে। রবি’র মিডিয়া এজেন্সি হলো হাভাস মিডিয়া রবি আজিয়াটা লিমিটেডের মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে হাভাস মিডিয়া বাংলাদেশ। শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এ সময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ ও হাভাস মিডিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন। মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “গ্রাহকদের আপন শক্তিতে জ্বলে ওঠার প্রেরণা যোগাতে কাজ করে যাচ্ছে রবি। সকল কার্যক্রমের কেন্দ্র্রবিন্দু গ্রাহক- এ কথাটি মাথায় রেখে উদ্ভাবনী ও ডিজিটাল জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্য আর সেবা নিয়ে তাদের মানসম্মত সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি আমরা।” ফরিদুর রেজা সাগর বলেন, “রবি’র মিডিয়া এজেন্সি হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রবি’র সহযোগী হিসেবে কাজ করে আমরা এই ব্র্যান্ডটিকে আরও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই। -বিজ্ঞপ্তি
×