ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্যামসন এইচ চৌধুরী তরুণ বিজ্ঞানী পদক পেলেন দুজন

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

স্যামসন এইচ চৌধুরী তরুণ বিজ্ঞানী পদক পেলেন দুজন

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বাস্থ্য খাতে গবেষণা ও বিশেষ অবদানের জন্য ‘স্যামসন এইচ চৌধুরী তরুণ বিজ্ঞানী পদক’ পেয়েছেন দুই জন। তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল বাসার মীর মোঃ খাদেমুল ইসলাম এবং অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা। রাজধানীর ঢাকা ক্লাবে শনিবার ‘স্যামসন এইচ চৌধুরী সম্মেলন ২০১৭’ এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দুই বিজ্ঞানীর হাতে পদক তুলে দেন। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে ক্রেস্ট ও ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। স্যামসন এইচ চৌধুরীর সম্মানে প্রতি দুই বছর অন্তর এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দেশের স্বাস্থ্য ও ওষুধ খাতের বিভিন্ন দিক ও বাস্তবতা তুলে ধরা হয়। সম্মেলনের আয়োজন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
×