ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোল বল বিশ^কাপে বাংলাদেশ পুরুষ দলের জয় অব্যাহত

বাংলাদেশ নারী দলের শুভসূচনা নেপালকে হারিয়ে

প্রকাশিত: ০৫:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ নারী দলের শুভসূচনা নেপালকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব রোলার স্কেটিংয়ের র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক আসিফ ইকবাল আগেরদিন বলেছিলেন এবার চ্যাম্পিয়ন হতে চান তারা। নিজেদের মাঠে সেরা কিছু করতে চান। সত্যিই সে পথেই হাঁটছে আয়োজক বাংলাদেশ দল। আগেরদিন ১৯-১ গোলে হংকংকে হারানোর পর শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৯-২ গোলে হারিয়েছে আসিফের দল বাংলাদেশ। এছাড়া হিমালয়ের দেশ নেপালকে গোলবন্যায় ভাসিয়ে দেয় বাংলাদেশ রোল বলের নারী দল। ৮-২ গোলের বড় ব্যবধানের ম্যাচ জিতে বিশ্বকাপের মিশন শুরু করল তারা। এরআগে বাংলাদেশ পুরুষ দল হংকং ও ভুটানকে হারিয়ে আসর শুরু করে। এর ধারাবাহিকতায় নারী দলও জয় পেল। বাংলাদেশ পুরুষ দলের হৃদয় আর আরাফাত সর্বাধিক ৪টি গোল করেছেন, ১টি গোল করেছেন সোহাগ। ম্যাচ শেষে অধিনায়ক আসিফ বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করছি। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আলাদাভাবে কোন কিছু না ভেবে আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আগেরদিন পরিকল্পনা নিয়ে মাঠে নামছি।’ অন্যদিকে সকালে শেখ রাসেল রোলার স্কেটিং ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্স ২-১ গোলে চীনকে, একই ভেন্যুতে চীন নারী দল ৩-০ গোলে তানজানিয়াকে, বেলারুশ ১৬-১ গোলে তুরস্ককে হারায়। জাম্বিয়া ১-১ গোলে ড্র করে চায়না তাইপের সঙ্গে। ইংল্যান্ডের নারী দলের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইন্দোনেশিয়া নারী দল। হ্যান্ডবল স্টেডিয়ামে লাটভিয়া ২-০ গোলে উরুগুয়েকে, ডেনমার্ক ৬-০ গোলে তুরস্ক নারী দলকে; মিরপুর ইনডোরে পাকিস্তান ১১-০ গোলে গুইনিয়াকে, সিয়েরালিওন ৫-৪ গোলে ওমানকে হারায়। ভুটানের কাছে ৩-১ গোলে বাজেভাবে হারার যন্ত্রণার এখনও উপশম হয়নি বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের। তবে সেই হারের বদলাটা নিয়ে নিল তারা। তবে সেটা ফুটবলে নয়, রোল বলে। ফুটবলের হারার বদলা কি রোল বল দিয়ে হয়? অধিনায়ক আসিফ বলেন, ‘সেই ক্ষত পূরণ হবার নয়, তবে আমরা এর আগের টুর্নামেন্টেও তাদের হারিয়েছিলাম, এবারও হারাতে পেরেছি এ জন্যই খুশি। তবে আরও গোল দেয়ার সামর্থ্য ছিল আমাদের।’ রবিবার মায়ানমারের বিপক্ষে পরবর্তী ম্যাচ আসিফদের। এ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার আসিফের কণ্ঠে, ‘এটাও সহজ জয় হবে। আমরা জিতব।’ ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে বাংলাদেশসহ ৪০ দেশ অংশ নিচ্ছে, যা এ যাবতকালের সর্ববৃহৎ আসর। এর মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। এরআগে এত সংখ্যক দেশের অংশগ্রহণে কোন খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসেনি বাংলাদেশে। পুরুষ বিভাগে ৪০ দল ৮ পুলে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। পুল-ডি’তে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার, ভুটান, ফিজি ও হংকং। মহিলা বিভাগে ২৭ দল ৮ পুলে বিভক্ত হয়ে খেলবে। এখানে পুল-ডি’তে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ফিলিপিন্স।
×