ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনামসজিদ বন্দরে তিন সংগঠনের আল্টিমেটাম

প্রকাশিত: ০৫:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সোনামসজিদ বন্দরে তিন সংগঠনের আল্টিমেটাম

ডি এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ এবার সাত দিনের আল্টিমেটাম। ভারত থেকে আমদানি করা পণ্য ছাড়ের ক্ষেত্রে হয়রানি। সাত আমদানিকারকের পণ্য ২০১৬ সালে অর্থাৎ গত বছরের মাল গুদামে পড়ে থাকলেও ছাড় দিচ্ছে না কাস্টমস। পণ্যভর্তি ট্রাক ৩/৪ বার ওজন করে হয়রানি। ফলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে। অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রা। এসব অভিযোগ তুলে সোনামসজিদ বন্দরের তিনটি সংস্থা যৌথভাবে সাংবাদিকদের ডেকে এই আল্টিমেটাম দিয়েছে। তারা হচ্ছেন সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হারুন রশীদ, সম্পাদক ইসমাঈল হোসেন, শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাস্টার, আমদানি-রফতানিকারক গ্রুপের সিনিয়র সহসভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ। তারা বলেন, আমদানিকৃত পণ্য ছাড়ে বিলম্ব হবার কারণে অতিরিক্ত মাসুল গুনতে হচ্ছে তাদের। এমনকি ফল আমদানির ক্ষেত্রে কার্টন ও ট্রাকের ওজন বাদ দিয়ে রাজস্ব আদায়ের নিয়ম থাকলেও মানা হচ্ছে না। বছরখানেক আগেও এই বন্দর দিয়ে সাড়ে তিন থেকে চার শ’ পণ্যবাহী ভারতীয় গাড়ি প্রবেশ করত। বর্তমানে হয়রানির কারণে নেমে এসেছে অর্ধেকে।
×