ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিধ্বস্ত বার্সিলোনার স্বরূপে ফেরার লড়াই

প্রকাশিত: ০৫:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বিধ্বস্ত বার্সিলোনার স্বরূপে ফেরার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সিলোনা। ফরাসী ক্লাবটির কাছে বিশাল ব্যবধানে হারের সেই ক্ষতটা এখনও তরতাজা। ঘা শুকানোর আগেই আজ লা লিগায় তুলনামূলক দুর্বল দল লেগানেসকে পাচ্ছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচটাও হবে নিজেদের মাঠ ন্যুক্যাম্পে। ইউরোপ সেরার লড়াইয়ে পরাজয়ের ক্ষতে প্রলেপ দেয়ার দারুণ সুযোগ কাতালান ক্লাবটির। কেননা লেগানেস একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল। মৌসুমে ২২ ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত জয় মাত্র চারটিতে। তাদের দখলে ১৮ পয়েন্ট। যেখানে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সিলোনা। লেগানেসের সমান সংখ্যক ম্যাচ খেলে তার ১৪টিতেই জয়ের স্বাদ পেয়েছে মেসি-নেইমাররা। তবে লা লিগাতেও ঘুরে ফিরে আসছে সেই চ্যাম্পিয়ন্স লীগে হারের কথাই। সংবাদ সম্মেলনে যখন জাভিয়ের মাসচেরানো কথা বলেন লেগানেসের বিপক্ষে ম্যাচ নিয়ে তখনও তাকে দিতে হয় সেই ম্যাচে হারের জবাব। প্রশ্নের মুখে পড়তে হয় দলের সকলকেই। মাসচেরানো অবশ্য আলাদা করে রাখছেন বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকে। তার মতে ‘লিও (লিওনেল মেসি) দলের অপরিহার্য খেলোয়াড়। হ্যাঁ দলের বাকিদের ক্ষেত্রে তা বলা যায়। মেসি অনন্য। সে ফুটবল ইতিহাসেরই সেরা খেলোয়াড়। এটা নিঃসন্দেহেই বলা যায়।’ পিএসজির বিপক্ষে বাজেভাবে প্রথম লেগ হারায় সংশয়ে পড়েছে বার্সিলোনায় লুইস এনরিকের ভবিষ্যতও। কেননা এই মৌসুম শেষেই যে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তার। তবে বার্সার কোচের দুঃসময়ে পাশে থাকছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের মতে, এরজন্য শুধু কোচ নয় বরং দলের সকলেই দায়ী। সুয়ারেজ বলেন, ‘এরজন্য আমরা সবাই দায়ী। আমরাই ম্যাচে ভাল খেলতে পারিনি। তাই যা হয়েছে তারজন্য আমরা সকলেই দায়ী।’ প্রথম লেগে এমন হার কার্যত কাতালান ক্লাবটিকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা। কারণ চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে চার গোল খেয়ে কিংবা তার বেশি বড় ব্যবধানে পিছিয়ে পড়ে নকআউট পর্বের বাধা পার হওয়ার কোন নজীর নেই। কিন্তু তারপরও আশা ছাড়ছেন না বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার মতে, এমন পরিস্থিতিতে যদি কোন ক্লাব ইতিহাস বদলাতে পারে তাহলে তা বার্সিলোনাই পারবে। এ প্রসঙ্গে সাবেক লিভারপুলের এই স্ট্রাইকার বলেন, ‘আমরা যদি ইতিহাস গড়তে চাই তাহলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। আমরা বিশ্বের সেরা ক্লাব। তাই এমন পরিস্থিতিতে যদি কোন ক্লাব ফলাফল বদলাতে পারে তাহলে সেটা কেবল বার্সিলোনাই পারবে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ আবার সুন্দরও।’ ফুটবল আসলে এমনই। ইতিহাস ভাঙ্গা-গড়াই তার খেলা। ইউরোপ সেরার এই টুর্নামেন্টে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা। সর্বশেষ টানা নয় বছরই চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। অথচ এবার শেষ ষোলোর প্রথম লেগে লজ্জাজনকভাবে হেরে কঠিন বাস্তবতার মুখে মেসি-নেইমার-সুয়ারেজরা। অন্যদিকে নতুন ইতিহাস গড়ার পথে সঠিকভাবেই এগুচ্ছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কেননা শিরোপা ধরে রাখার পথে শেষ ষোলোর প্রথম লেগে যে তারা ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে জিনেদিন জিদানের শিষ্যরা। শুধু চ্যাম্পিয়ন্স লীগে নয় লা লিগাতেও দুর্বার গতিতে ছুটছে রিয়াল। লীগ টেবিলে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে বার্সা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলেও এক পয়েন্ট বেশি নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। শনিবার পয়েন্ট ব্যবধান বাড়াতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় এস্পানিওলের। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এই ম্যাচ দিয়ে দলের সেরা তারকা গ্যারেথ বেলের ফেরারও কথা।
×