ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের অনুশীলন শুরু ২৩ ফেব্রুয়ারি

ফিটনেসের ওপর গুরুত্ব দেয়া হবে ॥ নান্নু

প্রকাশিত: ০৫:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

ফিটনেসের ওপর গুরুত্ব দেয়া হবে ॥ নান্নু

স্পোর্টস রিপোর্টার ॥ একমাসের নিউজিল্যান্ড সফর শেষ করেই ভারত সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট খেলে ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এরপর ৯ দিনের ছুটি পেয়েছে সবাই। তবে এই ফাঁকে জাতীয় দলের অনেকেই চলমান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) খেলবেন। কারণ অনেকেরই আছে ফিটনেস ফিরে পাওয়ার চ্যালেঞ্জ এবং প্রত্যাশিত নৈপুণ্য প্রদর্শন করে নিজেকে প্রমাণ করার। ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরের জন্য অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের। মাত্র ৪ দিনের অনুশীলন শেষে ২৭ ফেব্রুয়ারিই শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা মুশফিকুর রহীমদের। এর আগেই ২০ ফেব্রুয়ারি দল ঘোষণা করা হবে ১৬ সদস্যের। নিউজিল্যান্ড ও ভারত সফরে ক্রিকেটারদের ফিটনেস ও ইনজুরি সমস্যা নিয়ে পুরো দলকে ভুগতে হয়েছে। এ কারণে এবার ফিটনেসকে গুরুত্ব দিয়েই দল গড়া হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গত ডিসেম্বর-জানুয়ারি মাসে নিউজিল্যান্ডে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরে ওয়ানডে, টি২০ ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে দল। এর সঙ্গে ছিল একের পর এক ইনজুরির ধাক্কা। পরাজয়ের গ্লানির সঙ্গে ইনজুরি সমস্যা যোগ হওয়াতে জর্জরিত ও বিপর্যস্ত হয়ে পড়েছিল মুশফিকরা। এবার তাই টানা একমাসের শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণার ক্ষেত্রে ফিটনেসকেই বেশি গুরুত্ব দেবেন নির্বাচকরা। এ বিষয়ে নান্নু বলেন, ‘মুস্তাফিজ মাশাআল্লাহ ভাল অবস্থায় আছে। টেস্টের জন্য সে প্রস্তুত। ইমরুলকে নিয়ে একটু সংশয় আছে। ফিজিও-ডাক্তারের যে রিপোর্ট আছে তাতে বলা মুশকিল সে কত দ্রুত সেরে উঠবে। কাল ওর ম্যাচ আছে। শুধু ব্যাটিং করলেই তো হবে না। ফিল্ডিংটাও দেখতে হবে। সিøপে দাঁড়িয়ে থাকলেও চলবে না। রানিং ভাল হতে হবে এবং বল থ্রো করতে হবে। পুরোপুরি ফিটনেস ?ফিরে পেতে বিসিএলে অন্তত ওর দুটি ম্যাচ খেলতে হবে। হায়দরাবাদের অভিজ্ঞতা থেকে এদিকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি।’ শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচ খেলবে। বিসিএলের চতুর্থ রাউন্ডে আজ সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল, কামরুল ইসলাম রাব্বিরা খেলবেন। এছাড়া গত দুই রাউন্ড থেকে খেলছেন রুবেল হোসেন ও মুস্তাফিজ। অবশ্য বিসিএল না খেলে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ খেলছেন। তারা জাতীয় দলের অনুশীলনেও থাকবেন না। ২৩ ফেব্রুয়ারি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। দল শ্রীলঙ্কা যাওয়ার পর সেখানে সরাসরি যোগ দেবেন এ তিন অপরিহার্য ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন নান্নু। অবশ্য নিউজিল্যান্ড ও ভারতে খেলা দলটিতে তেমন কোন পরিবর্তন আসবে না। ইতোমধ্যেই দল প্রায় চূড়ান্ত হয়েছে। শ্রীলঙ্কা সফরের জন্য দল কেমন হতে পারে সেটা প্রায় চূড়ান্ত করেই ফেলেছেন নির্বাচকরা। এ বিষয়ে নান্নু বলেন, ‘দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০ তারিখ বিকেলে দল ঘোষণা হবে। বড় কোন পরিবর্তন হবে না। হায়দরাবাদে যে স্কোয়াডটা ছিল, সেখান থেকে একটা দুইটা এদিক-ওদিক হবে। ফিটনেসকে আমরা গুরুত্ব দিচ্ছি। মাঠে পাঁচদিন খেলার এনার্জির দিকটা বেশি গুরুত্ব দিচ্ছি। সেরা দলটাই আমরা দেয়ার চেষ্টা করছি। শ্রীলঙ্কা সফর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরইমধ্যে বিদেশের মাটিতে তিনটা টেস্ট খেলেছি। এই অভিজ্ঞতায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা আমরা একটু অন্যভাবে নিচ্ছি। বিদেশের মাটিতে আমাদের অনেক ঘাটতি ছিল। এই তিন টেস্টের অভিজ্ঞতা শ্রীলঙ্কায় ভালভাবে কাজে লাগাতে পারব আশাকরি।’ দল ঘোষণা করা হবে ১৬ সদস্যের। তবে শ্রীলঙ্কা সফরের শুরুতে দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ জনের দল করা হবে। একজনকে অতিরিক্ত হিসেবে রাখা হবে। আগের দুই সিরিজে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমের উইকেটকিপিং নিয়ে বেশ সমালোচনা হয়েছে। অধিনায়কত্ব বদলেরও একটা গুঞ্জন আছে। এ বিষয় নিয়ে নান্নু বলেন, ‘এটা নিয়ে নির্বাচকদের মধ্যে এখনও আলোচনা হয়নি। কাল (আজ) এটা নিয়ে জানাতে পারব। অধিনায়কের সঙ্গে মিটিং আছে আমাদের, এটা নিয়ে আলোচনা করব। ১৫ জনের দলই হবে। তবে প্রাথমিকভাবে ১৬ জনকে পাঠাব। একজন অতিরিক্ত যাবে। শ্রীলঙ্কায় একটু গরম বেশি থাকবে। ফাস্ট বোলাররা ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ওখান থেকে ১৫ জনের দল করে দেব।’ শ্রীলঙ্কা সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিসিবি। তবে টেস্ট ও ওয়ানডে নিয়ে তেমন চিন্তার কিছু নেই বলে মনে করেন নান্নু। কিন্তু টি২০ ফরমেটে নতুনদের জন্য সুযোগ উন্মুক্ত করে দিতে পারেন। নান্নু বলেন, ‘আমাদের প্রতিষ্ঠিত কিছু খেলোয়াড় তো আছেই। টেস্টে ও ওয়ানডেতে এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। তবে টি২০তে নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দেয়ার চিন্তা করছি।’
×