ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭৫ বছর পর

প্রকাশিত: ০৫:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

৭৫ বছর পর

১৯৪১ সালের ২ ডিসেম্বর। আজ থেকে প্রায় ৭৫ বছর আগের কথা। পার্ল হারবারে জাপানের হামলার পাঁচ দিন আগে আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি লাইব্রেরি এক পাঠককে বই ধার দেয়। ওস্টারহাওট ফ্রি লাইব্রেরি ফেসবুক পোস্টে জানায়, স্যানফোর্ড টাওসির লেখা বই ভাল রাইডস দ্য অরিগত ট্রেইল নয় বছর বয়সী পাঠক রবার্ট লকম্যান সিনিয়রকে দেয়া হয়েছিল। ৭৫ বছর পর সেই বইটি বুধবার লাইব্রেরিতে ফিরিয়ে দেয়া হয়েছে। লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, বইটি এতদিন ফেরত না দেয়ায় বিলম্ব ফির পরিমাণ ছিল ৫৫৪ ডলার। তবে তারা এই ফি মওকুফ করে দিয়েছে। রবার্ট লকম্যান জুনিয়র বলেন, সম্প্রতি তিনি তার বাড়ির বেজমেন্টে বইটি খুঁজে পান। তার বাবা বইটি লাইব্রেরি থেকে ধার নিয়ে পড়ার পর কোথায় রেখেছিলেন তা ভুলে যান। এরপর ২০১৩ সালে তার বাবা মারা যান। কিন্তু বাবা সবসময় বইটি ফিরিয়ে দেয়ার কথা চিন্তা করতেন। লকম্যান জুনিয়র আরও বলেন, আমার বাবা ছিলেন একজন সৎ মানুষ। সারা জীবন তিনি সততার সঙ্গে জীবনযাপন করেছেন। তাই আমি মনে করলাম, বইটি ফিরিয়ে দেয়াই হবে সঠিক কাজ। যাতে বাবার কোন কাজে কোন ত্রুটি না থাকে। লকম্যান কৌতুক করে বলেন, বইটি খুঁজে পেয়ে যখন ফেরত দিতে চাইলেন তখন বিলম্ব ফির কথা ভেবে চিন্তিত হয়ে পড়েন। তবে লকম্যানের সেই চিন্তার প্রয়োজন ছিল না। লাইব্রেরির উদার কর্মকর্তারা সবকিছু জেনে বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেন। লাইব্রেরির সার্কুলেশন ক্লার্ক জেনেট কারাস্কা বলেন, আমরা ঘটনাটি নিয়ে আনন্দ করেছিলাম। -ইউপিআই
×