ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি পৌর নির্বাচনে আওয়ামী লীগের জাফর আলীর জয়লাভ

প্রকাশিত: ০৫:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বাঘাইছড়ি পৌর নির্বাচনে আওয়ামী লীগের জাফর আলীর জয়লাভ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৮ ফেব্রুয়ারি ॥ বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাফর আলী খাঁন নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে জাফর আলী খাঁন পেয়েছেন ৩৮০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ মোবাইল ফোন প্রতীক নিয়ে ২২২০ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী (ধানের শীষ) পেয়েছেন ১৭৯৪ ভোট। নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন। ফলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয় সব ধরনের নিরাপত্তা। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেজন্য মোবাইল কোর্টসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। সকাল থেকে পাহাড়ী-বাঙালীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসন চৌধুরী বাঘাইছড়িতে নির্বাচন সুুষ্ঠু করার জন্য শুক্রবার সকল স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জাফর আলী খাঁন, বিএনপির মোঃ ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান। সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৫ এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য লড়ছেন ছয় প্রার্থী। পাহাড়ী এই জনপদের পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন।
×