ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমি পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ ভাষা শহীদ স্বজনদের

প্রকাশিত: ০৫:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বাংলা একাডেমি পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ ভাষা শহীদ স্বজনদের

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ভাষা শহীদদের স্মরণে বাংলা একাডেমি সৃষ্টি হয়েছে। প্রতিবছর ফেব্রুয়ারিতে বইমেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও বাংলা একাডেমির পক্ষ থেকে ভাষা শহীদদের স্বজনদের সেখানে কোন দাওয়াত দেয়া হয় না বলে অভিযোগ করেছেন শহীদদের স্বজনরা। এ জন্য শীঘ্রই ঢাকায় বাংলা একাডেমির পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তারা। গত বুধবার দুপুরে ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় ভাষা শহীদ বরকত, শহীদ রফিক ও শহীদ জব্বারের স্বজনরা এক বৈঠকে মিলিত হয়ে এ সিদ্ধান্ত নেয়। বৈঠকে শহীদ বরকতের ভাতিজা আইনউদ্দিন বরকত জানান, ভাষা শহীদদের স্মরণে বাংলা একাডেমি সৃষ্টি হয়েছে। সেখানে প্রতিবছর ফেব্রুয়ারিতে বইমেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও বাংলা একাডেমির পক্ষ থেকে ভাষা শহীদদের স্বজনদের সেখানে কোন দাওয়াত দেয়া হয় না। এ জন্য শীঘ্রই ঢাকায় বাংলা একাডেমির পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হবে। স্থানীয়ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখন তাদের আর তেমন খোঁজখবর নেয়া হয় না। এছাড়াও মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হলেও ভাষাসৈনিকদের বেলায় তা হচ্ছে না। ভাষা শহীদ পরিবারগুলো এখন অনেকটা অবহেলিত হয়ে পড়েছে। ময়মনসিংহের ভালুকার শহীদ জব্বারের ছেলে নুরুল ইসলাম বাদল জানান, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু ভাষা শহীদদের ভাতা তেমন বাড়েনি। তিনি ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ন্যূনতম ভাতা আড়াই হাজার থেকে পর্যায়ক্রমে ১০ হাজার টাকা করা হলেও আমাদের ভাতা ১০ হাজার টাকা থেকে আর বাড়েনি। তিনি মুক্তিযোদ্ধাদের মতো ভাষাসৈনিকদেরও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চান। তিনি বলেন, সারা বছর আমাদের কেউ খোঁজ নেয় না।
×