ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহীদ দিবসে পথ নির্দেশিকা

প্রকাশিত: ০৫:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

শহীদ দিবসে পথ নির্দেশিকা

আজিমপুর কবরস্থানে যাওয়ার রাস্তা ॥ নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক (পুরনো জাদুঘরের সামনের রাস্তা), কলেজ সড়ক (ফজলুল হক হলের পূর্ব পার্শ্বের রাস্তা) এলাকার জনসাধারণ আজিমপুর গোরস্তানে যাওয়ার জন্য দেওয়ান বাজার সড়ক (বিশ্ববিদ্যালয় খেলার মাঠের পূর্ব পাশের রাস্তা), কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়, নীলক্ষেত সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা বিজিবি সদর দফতর সড়ক হয়ে নিউমার্কেট ১ নম্বর গেট ব্যবহার করবেন। আব্দুল গণি সড়ক, তোপখানা সড়ক এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির (পার্ক এভিনিউ) জনসাধারণ পুরাতন হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সদর দফতর সড়ক দিয়ে ১ নম্বর গেট হয়ে কবরস্থানে যাবেন। লালবাগ, আজিমপুর, পলাশী ও চকবাজার এলাকার জনসাধারণ আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে করবস্থানের নতুন গেটের ভেতর দিয়ে যাবেন। বকশীবাজার সড়ক, চকবাজার, উর্দু রোড এবং ঢাকেশ্বরী এলাকার জনসাধারণ আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে কবরস্থানের নতুন গেটের ভেতর দিয়ে যাবেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার জনসাধারণ দোয়েল চত্বর ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, নীলক্ষেত, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে করবস্থানের নতুন গেটের ভেতর দিয়ে যাবেন। আজিমপুর কবরস্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তা ॥ আজিমপুর করবস্থানের মূল গেট থেকে (কবরস্থানের দক্ষিণ পাশে) বের হয়ে আজিমপুর সড়ক, আজিমপুর বেবী আইসক্রিম মোড়, পলাশী ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাবেন। অনুগ্রহ করে কেউ কবরস্থানে যাওয়ার জন্য এ রাস্তা ব্যবহার করবেন না। আজিমপুর কবরস্থানে না গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তা ॥ বকশীবাজার, চকবাজার, উর্দু রোড, ঢাকেশ্বরী সড়ক, নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক এলাকার জনসাধারণ যারা কবরস্থানে না গিয়ে সরাসরি শহীদ মিনারে যেতে চান, তারা পুরাতন রেলওয়ে হাসপাতাল সড়ক, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন। আব্দুল গণি সড়ক, তোপখানা সড়ক, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (পার্ক এভিনিউ) এলাকার যে সমস্ত জনসাধারণ গোরস্তানে না গিয়ে শহীদ মিনারে যেতে চান, তারা হাইকোর্ট, দোয়েল চত্বর ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন। যেসব শিক্ষার্থী ও জনসাধারণ রোকেয়া হল, শামসুন্নাহার হল এবং বিশ্ববিদ্যালয়েল কলা ভবন এলাকা থেকে সরাসরি শহীদ মিনারে যেতে চান, তারা নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।
×